ইতিহাস (দ্বিতয় পত্র) : পরীক্ষা – ২০২৩

Welcome to your ইতিহাস (দ্বিতীয় পত্র) : পরীক্ষা - ২০২৩

১. হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত হন?

২. মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে-

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: একটি দলের কর্মসূচি হচ্ছে ঐক্যবদ্ধ জাতি গঠন, জাতির শ্রেষ্ঠত্ব অর্জন, অন্যায় সন্ধির বিরোধিতা, বেকারদের কর্মসংস্থান ইত্যাদি ৩. উদ্দীপকের কর্মসূচি দ্বারা কোন রাজনৈতিক দলকে নির্দেশ করে?

৪. উক্ত দলের নেতা ছিলেন-

৫. জাতিসংঘ প্রতিষ্ঠায় নিচের কোন ব্যক্তির অবদান সবচেয়ে বেশি?

৬. জাতিসংঘ দিবস কত তারিখে?

৭. আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কত জন?

৮. কত খ্রিস্টাব্দে 'NATO' গঠিত হয়।

নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও; একটি গ্রামে কয়েকজন মোড়ল নিয়ে একটি পরিষদ গঠিত হয়। উক্ত পরিষদে কোনো প্রস্তাব উত্থাপিত হলে যদি একজনও তার বিরোধিতা করতো তবে প্রস্তাবটি বাতিল হয়ে যেত। ৯. উদ্দীপকের পরিষদের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সংস্থার মিল রয়েছে?

১০. উত্ত সংস্থার স্থায়ী সদস্য নয়-

১১. "স্নাযযুদ্ধ ছিল কমিউনিস্ট শক্তি বনাম বাকি বিশ্বের স্বন্দ্ব"- উক্তিটি কে করেছেন?

১২. কত খ্রিষ্টাব্দে 'Cold War' অবসানের সরকারি ঘোষণা দেওয়া হয়?

১৩. সোভিয়েত ইউনিয়নের অবসানের ফলে-

১৪. 'গ্লাসনস্ত' নীতি কে প্রবর্তন করেছিলেন?

১৫. অষ্টাদশ শতকে ফ্রান্সে First Estate বলতে কাদের বোঝানো হয়েছে?

১৬. ফ্রান্সের মোট জনসংখ্যার কত শতাংশ ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত?

১৭. "টেনিস কোর্টের শপথ" কার নেতৃত্বে অনুষ্ঠিত হয়?

১৮. বুর্জোয়া বলতে বোঝায়-

নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও : মোগল সম্রাট আকবর ছিলেন একজন ডিগ্বিজয়ী বীর। সুদক্ষ শাসক ও সংস্কারক হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেছিলেন। ১৯. উদ্দীপকের সম্রাট আকবরের কর্মকান্ডের সাথে ফ্রান্সের কোন শাসকের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে?

২০. উক্ত শাসক-

২১. ভার্সাই শহর কোন দেশে অবস্থিত?

২২. কূটনীতির জাদুকর বলা হয় কাকে?

২৩. কার্ল মার্কসের বিশ্ববিখ্যাত গ্রন্থ 'Das Capital কত সালে প্রকাশিত হয়?

২৪. ভার্সাই সন্ধিতে উইলসনের চৌদ্দদফা বাস্তবায়ন করা সম্ভব হয়নি যে কারণে-

২৫. ইউরোপের পুঁজিবাদী দেশগুলোর মধ্যে বেশি প্রতিযোগিতা দেখা যায়-

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও; রহমান স্যার ইতিহাস ক্লাসে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করতে গিয়ে বললেন, "প্রথম বিশ্বযুদ্ধ ছিল সর্বাত্মক যুদ্ধ। এ যুদ্ধে ৩৪টি দেশ অংশ নেয়, ৩৪টি দেশের কম বেশি মিলিয়ে ১ কোটি সেনা নিহত হয়। একটি দেশের নিহত সৈন্যদের সংখ্যা ২০ লক্ষ, আহত এবং বন্দি মিলিয়ে আরে? ৫০ লক্ষ। ২৬. উদ্দীপকে কোন দেশটির কথা বলা হয়েছে?

২৭. উক্ত রাষ্ট্রটির এত সংখ্যক সৈন্যের মৃত্যুর জন্য তুমি কোন কারণটিকে দায়ী করবে?

২৮. রাশিয়ার অর্থনীতি নির্ভরশীল ছিল-

২৯. লেনিনের বিখ্যাত এপ্রিল থিসিস ঘোষণায় ছিল-

৩০. দ্বিতীয় বিশ্বযুদ্ধে সম্ভাব্য কত লোকের মৃত্যু হয়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *