ইতিহাস (দ্বিতীয় পত্র) : দ্বিতীয় অধ্যায়

Welcome to your ইতিহাস (দ্বিতীয় পত্র) : দ্বিতীয় অধ্যায়

১. অষ্টাদশ শতকে ফ্রান্সে First Estate বলতে কাদেরবোঝানো হয়েছে? য₂সকল বোর্ড '২৩)

২. ফ্রান্সের মোট জনসংখ্যার কত শতাংশ ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত? [সকল বোর্ড '২৩]

৩. অভিজাত শ্রেণি কৃষকশ্রেণির ওপর নির্যাতন বাড়িয়ে দেয় কেন?[সকল বোর্ড '২১।

৪. ফ্রান্সে যাজকদের পরেই যে সম্প্রদায়ের স্থান ছিল-[সকল বোর্ড '১৫)

৫. ফ্রান্সের সমাজে তৃতীয় শ্রেণির অন্তর্ভুক্ত ছিল কারা?

৬.আঠারো শতাব্দীতে ফ্রান্সে সব ক্ষমতার উৎস ছিল-

৭. বিপ্লবের সময় ফ্রান্সে যাজক শ্রেণি কয় ভাগে বিভক্ত ছিল?

৮. যাজক সম্প্রদায় সম্পদশালী হয় কীভাবে?

৯. লবণ করের সমার্থক কোনটি?

১০. ভিংটিয়েম বলতে কী বোঝায়? [সকল বোর্ড '১৫)

১১. 'আয়কর' কোন ধরনের করের আওতাভুক্ত?

১২. বিপ্লবের পূর্বে ফ্রান্সে কত ধরনের প্রত্যক্ষ কর ব্যবস্থা চালু ছিল?

১৩.মাদকদ্রব্যের ওপর অর্জিত কর কোন শ্রেণির করের মধ্যে পড়ে?

১৪. 'এইডস' কর বলতে কোনটি বোঝায়?

১৫. 'ক্যাপিটেশন কর' কাকে বলে?

১৬.'টেইলি' কর পরিশোধ করত কারা?

১৭. ব্যবসায় বাণিজ্যের আয়ের ওপর কোন কর ধার্য করা হয়?

১৮. অষ্টাদশ শতকে ফ্রান্সে কোন ধরনের শাসনব্যবস্থা চালুছিল?[সকল বোর্ড '১৮)

১৯. বুর্জোয়াগণ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

২০. 'বুর্জোয়া' শ্রেণি বলতে নিচের কোনটি বোঝায়?[সকল বোর্ড '১৭)

২১. ধনী বুর্জোয়ারা সরকারকে ঋণ দেওয়ার কারণ কী ছিল?

২২. মূলধনী বুর্জোয়ারা অন্য কী নামে পরিচিত?

২৩. 'সাঁকুলেৎ' বলতে কী বোঝায়?

২৪. সাঁকুলেৎ শ্রেণির লোকদের বসবাস কোথায় ছিল?

২৫. ফরাসি বিপ্লবের আগে মোট আদায়কৃত করের কত ভাগ তৃতীয় সম্প্রদায় বহন করত?

২৬. ফরাসি বিপ্লবের অন্যতম কারণ হিসেবে কোনটিকে চিহ্নিত করা যায়?

২৭. 'বিপ্লব' বলতে বোঝায়-

২৮. ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল কোন সময়ে?

২৯. যারা অন্যের জমিতে খাদ্য উৎপাদন করে তাদেরকে কী বলে?

৩০. ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে কোন ধরনের রাজতন্ত্র প্রচলিত ছিল?

৩১. ফরাসি বিপ্লবের সময় নিচের কোন শ্রেণির কৃষক নিজে জমির মালিক ছিল?

৩২. 'খাজনা চাষি' বলতে কোনটি বোঝায়?

৩৩. 'ভূমিহীন' বলতে বোঝায়-

৩৪. কারা নিজস্ব জমিতে চাষবাস করত?

৩৫. পইসির চুক্তি হয় কত সালে?

৩৬. বনেদি পরিবারের অর্থ কোনটি?

৩৭. ফরাসি রাজবংশের নাম কী ছিল?

৩৮. আমেরিকা স্বাধীনতা লাভ করে কত সালে?

৩৯. পঞ্চদশ লুই পরাজিত হন কোন যুদ্ধে?

৪০ কোন যুদ্ধে ষোড়শ লুই ইংল্যান্ডের বিপক্ষে অবস্থান নেয়?

৪১. আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ইংল্যান্ডের বিপক্ষে যোগদেওয়ায় ফ্রান্সের নেতিবাচক দিক কোনটি?

৪২. ফরাসি রাজতন্ত্রকে একটি স্বৈরতন্ত্রী প্রতিষ্ঠানে পরিণত করেন কে?[সকল বোর্ড '১৯)

৪৩. "I am the state" উক্তিটি কার? [সকল বোর্ড '১৮]

৪৪. "আমি যা করি তাই আইন" উক্তিটি কার?

৪৫. চতুর্দশ লুই নিজেকে 'আমি রাষ্ট্র' হিসেবে সম্বোধন করার কারণ কী?

৪৬.ষোড়শ লুইয়ের সময় ফ্রান্সের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন?

৪৭. অষ্টাদশ শতকে ফ্রান্স যে শ্রেণিতে বিভক্ত ছিল-

৪৮. আঠারো শতকে ফ্রান্সের অভিজাতরা ভোগ করত-

৪৯.বুর্জোয়া বলতে বোঝায়-[সকল বোর্ড '২৩)

৫০.ফ্রান্সের অর্থনীতির নাজুক অবস্থার জন্য দায়ী হলো--

৫১. ফ্রান্সে কৃষি উৎপাদন বাড়ার কারণ হলো-

৫২. স্বাধীন চাষিরা জমিদারকে কর দিতে বাধ্য হতো যে জন্য তা হলো-

৫৩. ফ্রান্সে মুদ্রাস্ফীতি ঘটার কারণ-

৫৪. ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমাজব্যবস্থার যেসব দিকের পরিবর্তন হয়েছে তা হলো-

৫৫. রাজা পঞ্চদশ লুই ছিলেন-

উদ্দীপকটি পড়ে ৫৬ ও ৫৭নং প্রশ্নের উত্তর দাও: প্রাচীন ভারতে বর্ণভিত্তিক সমাজব্যবস্থা ছিল। প্রথম শ্রেণিভুক্ত ব্রাহ্মণ সম্প্রদায় সবধরনের সুযোগ-সুবিদা ভোগকরত।সকল বোর্ড '২১, '১৫] ৫৬. উদ্দীপকে উল্লিখিত শ্রেণির সাথে ফরাসি বিপ্লব-পূর্ব কোন শ্রেণির মিল দেখা যায়?

৫৭. উক্ত সুবিধাভোগী শ্রেণির উপার্জনের প্রধান মাধ্যম কোনটি?

উদ্দীপকটি পড়ে ৫৮ ও ৫৯নং প্রশ্নের উত্তর দাও: অষ্টাদশ শতকে পশ্চিম ইউরোপের একটি দেশের সমাজ তিনটি শ্রেণিতে বিভক্ত ছিল। শ্রেণি বৈষম্য উক্ত দেশে বিপ্লব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রথম ও দ্বিতীয় শ্রেণিভুক্তরা সীমাহীন সুযোগ-সুবিধা ভোগ করত।[সকল বোর্ড '১৬। ৫৮. উদ্দীপকে যে সামাজিক শ্রেণির কথা বলা হয়েছে তার প্রথম শ্রেণিভুক্ত ছিল-

৫৯. উক্ত শ্রেণি যেসব সুযোগ-সুবিধা ভোগ করত-

উদ্দীপকটি পড়ে ৬০ ও ৬১নং প্রশ্নের উত্তর দাও: আজও হাটবাড়িয়া গ্রামের উন্নয়ন ঘটেনি। গ্রামে যাদের জমিজমা আছে তারা বিশেষ সুবিধা ভোগ করে আর যাদের জমি নেই তারা অধিকারহীন। জমিজমার মালিক প্রথম স্তরের এবং জমিহীনরা দ্বিতীয় স্তরের। আর একশ্রেণির লোক গ্রামে আছে, যাদের একেবারেই কিছু নেই তারা ভিক্ষা করতে বাধ্য হতো। তাদের বসবাসের জায়গাটুকুও নেই। ৬০. উদ্দীপকের হাটবাড়িয়া গ্রামের সাথে কোন সমাজের মিল রয়েছে?

৬১. উক্ত সময়ে রাজার ওপর চাপ সৃষ্টি করে-

উদ্দীপকটি পড়ে ৬২ ও ৬৩নং প্রশ্নের উত্তর দাও: সাথী আঠারো শতকের ইউরোপের ইতিহাস পড়ছিল। সে বইটি পড়ে জানতে পারে একটি দেশের সমাজব্যবস্থার তিনটি শ্রেণি ছিল। তৃতীয় শ্রেণির মাধ্যমে দেশটিতে একটি বিপ্লব সংঘটিত হয়। ৬২. উদ্দীপকে সাথীর পঠিত দেশ কোনটি?

৬৩.উদ্দীপকের উল্লিখিত বিপ্লবটির সাথে সম্পর্কিত -

৬৪. ভলতেয়ার জন্মগ্রহণ করেন কত সালে?

৬৫. 'Oedipe' গ্রন্থটি কার লেখা?

৬৬. জ্ঞানদীপ্ত যুগের শ্রেষ্ঠ দার্শনিক কাকে বলা হয়?

৬৭. 'Letters Philosophiques'-গ্রন্থটি কে রচনা করেন?

৬৮. ভলতেয়ার মারা যান কত সালে?

৬৯. মন্টেস্কু কত সালে জন্মগ্রহণ করেন?

৭০. মন্টেঙ্কু জন্মগ্রহণ করেন কোন দেশে?

৭১. "The spirit of laws' গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে?

৭২. ইতিহাস বেত্তারা কাকে The Chief Proponent of Revolution বা বিপ্লবের প্রধান প্রবক্তা বলে অভিহিত করেন? [সকল বোর্ড '২২]

৭৩. ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল-

৭৫. রুশোর লেখনীতে কিসের আগমনী বার্তা রচিত হয়েছিল?

৭৬. জ্যাঁ জ্যাঁক রুশো জন্মগ্রহণ করেন কোন দেশে?

৭৭. রুশো কত সালে জন্মগ্রহণ করেন?

৭৮.রুশোর পরিবার কীভাবে সংসার চালাত?

৭৯. ফরাসি বিপ্লবের মূলমন্ত্র নয় কোনটি?

৮০. ফরাসি বিপ্লবের মূল কারিগর কাকে বলা হয়?

৮১. 'বিশ্বকোষ সংকলন' রচনার উদ্দেশ্য কোনটি?

৮২. ভলতেয়ার ধর্মের মূল বাণীর সাথে অসংগতিপূর্ণ বলে মনে করেছিলেন-

৮৩. মন্টেস্কুর The Spirit of Law গ্রন্থটিতে শাসন ব্যবস্থার যে বিষয়টির কথা বলা হয়েছে-[সকল বোর্ড '১৫)

৮৪. রুশোর চিন্তাজগতের পরিবর্তনের কারণ হলো-

৮৫. রুশোর 'Social contract' গ্রন্থের তাৎপর্য হলো-

উদ্দীপকটি পড়ে ৮৬ ও ৮৭নং প্রশ্নের উত্তর দাও: আমরা প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করি। কারণ তাদের লেখনী বাংলাদেশের জনগণকে মুক্তি সংগ্রমে অনুপ্রাণিত করেছিল। (সকল বোর্ড '২২) ৮৬. উদ্দীপকে বর্ণিত বুদ্ধিজীবীর সাথে ফরাসি বিপ্লবের কেন বিষয়ের সাদৃশ্য পাওয়া যায়?

৮৭. দেশের উক্ত ব্যক্তিদের ভূমিকার ফলে-

উদ্দীপকটি পড়ে ৮৮ ও ৮৯নং প্রশ্নের উত্তর দাও: মি. 'X' তার দেশের বিপ্লবের প্রধান নেতৃত্বদানকারী। তিনি তার লেখনীর মাধ্যমে মানুষের মধ্যে বিপ্লবের মূলমন্ত্র জাগ্রত করেন। (সকল বোর্ড '২১, '১৭/ ৮৮. উদ্দীপকের মি. 'X'-এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে?

৮৯. উল্লিখিত মনীষীর কার্যক্রম-

উদ্দীপকটি পড়ে ৯০ ও ৯১নং প্রশ্নের উত্তর দাও: বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক বুদ্ধিজীবী সরাসরি অংশগ্রহণ না করলেও তারা তাদের লেখনীর মাধ্যমে আমাদের মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন। দেশের জনগণের পাশাপাশি বিশ্ব জনমত গঠনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সকল বোর্ড '১৯] ৯০. উদ্দীপকের সাথে ফ্রান্সে সংঘটিত বিপ্লবে কাদের ভূমিকার মিল রয়েছে?

৯১. উক্ত বিপ্লবে তারা ভূমিকা পালন করেছিলেন-

উদ্দীপকটি পড়ে ৯২ ও ৯৩নং প্রশ্নের উত্তর দাও: বাংলাদেশের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের লেখনীর মাধ্যমে তারা যেমন মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন তেমনি বিশ্ব দরবারে আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেছিলেন। ৯২ . উদ্দীপকে বর্ণিত বিষয়টির সাথে তোমার পাঠ্যপুস্তকে ফরাসি বিপ্লবের কোন বিষয়ের সাদৃশ্য পাওয়া যায়?

৯৩. উক্ত ব্যক্তিদের ভূমিকার ফলে-

৯৪. 'টেনিস কোর্টের শপথ' কার নেতৃত্বে অনুষ্ঠিত হয়? সকল বোর্ড '২৩]

৯৫. টেনিস কোর্টে নেওয়া শপথ বাক্যের মূল উদ্দেশ্য হলো-

৯৬. টেনিস কোর্টের শপথ কোন বিষয়টির সাথে জড়িত?

৯৭. ফ্রান্সে বাস্তিল দুর্গ কিসের প্রতীক ছিল? সকল বোর্ড '২২, '১৭)

৯৮. ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? সকল বোর্ড '২১!

৯৯. ফ্রান্সে গণপরিষদ গঠন করা হয় কেন?

১০০. সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন কে?

১০১. বাস্তিল দুর্গ পতন হয় কোন বিপ্লবের মাধ্যমে?

১০২. বাস্তিলদুর্গের পতন হয়েছিল কোন সময়ে?

১০৩. বাস্তিল দুর্গের পতন হলে কাকে আবার অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়?

১০৪. বাস্তিল দুর্গ ধূলিসাৎ করে দেওয়া হয় কেন?

১০৫. বাস্তিল দুর্গ পতনের সাথে সাথে কিসের পরাজয় ঘটে?

১০৬. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?

১০৭. মানবজাতির ইতিহাসে প্রথম রাজনৈতিক বিপ্লব কোনটি?

১০৮, ফ্রান্সে সামন্তপ্রথা বিলোপের উদ্যোগ গ্রহণ করা হয়-

১০৯. ফ্রান্সে বুরবো বংশীয় শেষ রাজা কে?

১১০. কত সালে ষোড়শ লুই প্যারিস পার্লামেন্ট ভেঙে দেন?

১১১. রাজা প্যারিস শহরে সেনা মোতায়েন করেন কেন?

১১২. প্যারিসে রুটির দাম বেড়ে যাওয়ার কারণ হলো-

১১৩, সপ্তদশ শতকে ফরাসি রাজতন্ত্রকে একটি স্বৈরতন্ত্রী প্রতিষ্ঠানে পরিণত করেন-

১১৪. প্যারিসের গ্রামে গ্রামে বিপ্লব ছড়ানোর ফলাফল হলো-

১১৫. সন্ত্রাসের রাজত্বের প্রধান নেতা ছিলেন-

১১৬. ফরাসি বিপ্লবে সময় ফ্রান্সের রাজা ছিলেন-

উদ্দীপকটি পড়ে ১১৭ ও ১১৮নং প্রশ্নের উত্তর দাও: 'ক' দেশে রাজারা স্বৈরাচারী শাসকে পরিণত হয়। এদেশের প্রথম রাজা বলেন, 'আমিই বাই'। পরবর্তীতে আরেক রাজা ছিলেন যিনি অমিতব্যয়ী। তিনি বলেন, "আমি যা ইচ্ছা করি তাই আইন।" ১১৭. উদ্দীপকে 'ক' দেশ বলতে কোন দেশকে বোঝানো হয়েছে?

১১৮. উদ্দীপকের দ্বিতীয় রাজার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে-

উদ্দীপকটি পড়ে ১১৯ ও ১২০নং প্রশ্নের উত্তর দাও: 'ক' দেশের X নামক রাজনৈতিক দল শাসনভার গ্রহণ করলে জনগণ বিদ্রোহ করে। দলের বাজা বিদ্রোহ দমন করার জন্য সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন এবং একটি যন্ত্রের মাধ্যমে হাজার হাজার বিদ্রোহীর গলা কেটে হত্যা করেন। ১১৯. অনুচ্ছেদে 'ম' নামক রাজনৈতিক দল বলতে কাদের বোঝানো হয়েছে?

১২০. অনুচ্ছেদে উল্লিখিত যন্ত্রের সাহায্যে হত্যা করা হয়-

উদ্দীপকটি পড়ে ১২১ ও ১২২নং প্রশ্নের উত্তর দাও: ১৭৯৩ সালে 'ক' দলের পতনের মাধ্যমে 'খ' দলটি ফ্রান্সের ক্ষমতা দখল করে নেয়। 'ক' দলের পতনের বিভিন্ন শহর প্রতি বিপ্লব বা বিপ্লব বিরোধী সশস্ত্র আন্দোলন শুরু হয়। মূলত 'খ' দলের নেতা ছিলেন সন্ত্রাসের রাজাদের প্রধান স্থপতি। ১২১. উদ্দীপকে 'ক' দল বলতে কোন দলকে বোঝানো হয়েছে?

১২২. উদ্দীপকে 'খ' দলের সন্ত্রাসের রাজত্বের প্রধান নেতা ছিলেন-

১২৩. ফরাসি বিপ্লব ফ্রান্সে কোন শাসনব্যবস্থার পরিবর্তন করে?[সকল বোর্ড '২২]

১২৪. ধর্মীয় সংস্কার থেকে বেরিয়ে আসার মাধ্যম হিসেবে ভূমিকা রেখেছে

১২৫. রাজা ষোড়শ লুইকে কীভাবে হত্যা করা হয়?

১২৬. কত সালে ফ্রান্সে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের অবসান ঘটে?

১২৭. ফরাসি বিপ্লবের প্রভাব ছিল কোনটি?

১২৮. ফ্রান্সকে প্রজাতন্ত্র বলে ঘোষণা করা হয় কত সালে?

১২৯. ফ্রান্সে নতুন শাসকদের শাসন কী নামে পরিচিত?

১৩০. ফ্রান্সে সামন্তপ্রথার অবসান হয় কীভাবে?

১৩১. ফ্রান্সের মানুষ রাজতন্ত্রের বিরুদ্ধে যায় কখন? [সকল বোর্ড '১৮।

১৩২. ফরাসি বিপ্লবের তাৎপর্য কোনটি?

১৩৩, ১৭৮৯ সালের ফরাসি সংবিধান সভায় কার্যকর করা হয়-

১৩৪. ফরাসি বিপ্লবের নেতিবাচক দিকগুলো হলো-

১৩৫. নেপোলিয়ন কোথার জন্মগ্রহণ করেন? সকল বোর্ড '২১]

১৩৬. নেপোলিয়ন জন্মগ্রহণ করেন কত সালে?

১৩৭. কে বলেছিলেন, "তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব।"

১৩৮. নেপোলিয়ন পদাতিক বাহিনীতে যোগদান করেন কত বছর বয়সে?

১৩৯. নেপোলিয়ন ফ্রান্সে যে শাসনব্যবস্থা প্রবর্তন করেন তার নাম হলো-

১৪০, ফ্রান্সের রাষ্ট্রীয় পতাকায় কিসের ছবি থাকে?

১৪১. দ্বিতীয় জাস্টিনিয়ান কাকে বলা হয়?

১৪২. নেপোলিয়ন কত সালে কনসাল হিসেবে নিযুক্ত হন

১৪৩. ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে?

১৪৪. নেপোলিয়ন বোনাপার্ট কার সঙ্গে যুদ্ধ করে পরাজিত হন?

১৪৫. 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয় কত সালে?

১৪৬. ওয়াটার লু যুদ্ধে ফ্রান্স কার নিকট পরাজিত হন?

১৪৭. নেপোলিয়ন বোনাপার্ট কত সালে Bank of France প্রতিষ্ঠা করেন?

১৪৮. নেপোলিয়ন লিজিয়ন অব অনার নামক পুরস্কার সৃষ্টি করেন কত সালে?

১৪৯. কত সালে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট পদে অধিষ্ঠিত হন?

১৫০. 'কোড নেপোলিয়ন' আইন কতটি ভাগে বিভক্ত?

১৫১. 'Code Napoleon'-এর লক্ষ্য কোনটি?

১৫২. নেপোলিয়ন কোন ভাষাকে অগ্রাধিকার দেন?

১৫৩. কোড নেপোলিয়নের কতটি ধারা ছিল?

১৫৪. নেপোলিয়ন কত সালে মিলান ডিক্রি জারি করেন?

১৫৫. ল্যুভর জাদুঘর কোথায় অবস্থিত?

১৫৬, নিজেকে 'বিপ্লবের সন্তান' বলে দাবি করেছেন কে?

১৫৭. মহাদেশীয় ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন?

১৫৮. মহাদেশীয় ব্যবস্থার উদ্দেশ্য কী?

১৫৯. নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়?

১৬০. নেপোলিয়নের নীতির মূলভিত্তি ছিল যেটি তা হলো-

১৬১. নেপোলিয়ন ফরাসি বিপ্লবকে রক্ষা করেন যেভাবে তা হলো

১৬২. নেপোলিয়নের আগমন ফ্রান্সের জন্য যে ইতিবাচক দিক বয়ে আনে তা হলো-

১৬৩. নেপোলিয়ন পৌরসভার মেয়র নিয়োগ নিজের হাতে দেন যে কারণে-

১৬৪. 'কোড নেপোলিয়ন' নীতির অন্তর্নিহিত তাৎপর্য হলো-

১৬৫. নেপোলিয়নের Code of Napoleon-এর বৈশিষ্ট্য হলো-

১৬৬. নেপোলিয়ন ফ্রান্সে জনহিতকর কাজ করেন যে জন্য তা হলো-

উদ্দীপকটি পড়ে ১৬৭ ও ১৬৮নং প্রশ্নের উত্তর দাও: মোগল সম্রাট আকবর ছিলেন একজন দ্বিগ্বিজয়ী বীর। সুদক্ষ শাসক ও সংস্কারক হিসেবেও তিনি খ্যাতি অর্জন করেছিলেন। [সকল বোর্ড '২৩] ১৬৭. উদ্দীপকের সম্রাট আকবরের কর্মকান্ডের সাথে ফ্রান্সের মতো কোন শাসকের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে?

১৬৮, উক্ত শাসক-

উদ্দীপকটি পড়ে ১৬৯ ও ১৭০নং প্রশ্নের উত্তর দাও: ১৯৭২ সালে সদ্য স্বাধীন দেশে যুগোপযোগী একটি শাসনতন্ত্র রচনার জন্য সংবিধান প্রণয়ন কমিটি গঠন করেন। [সকল বোর্ড '২২] ১৬৯. উদ্দীপকে বর্ণিত সাথে কোন শাসকের সাদৃশ্যরয়েছে?

১৭০. 'কোড নেপোলিয়ন'-এ কতটি ধারা ছিল?

উদ্দীপকটি পড়ে ১৭১নং প্রশ্নের উত্তর দাও: সম্রাট 'Y' ছিলেন একজন দিগ্বিজয়ী বীর, সুদক্ষ শাসক ও সংস্কারক। (সকল বোর্ড '২১) ১৭১. উদ্দীপকের সম্রাট 'V'-এর কর্মকান্ডের সাথে ফ্রান্সের কোন শাসকের কর্মকাণ্ডের সাদৃশ্য আছে?

উদ্দীপকটি পড়ে ১৭২ ও ১৭৩নং প্রশ্নের উত্তর দাও: মি. টমাস একজন বিখ্যাত বীর। তিনি বলেছিলেন, "আমিই বিপ্লব।" [সকল বোর্ড '১৯) ১৭২. মি. টমাসের সাথে নিচের কোন ব্যক্তির মিল আছে?

১৭৩. উক্ত ব্যক্তির দেশ-

উদ্দীপকটি পড়ে ১৭৪নং প্রশ্নের উত্তর দাও: মিস্টার রহমান তার কারখানার কর্মচারীদের জন্য 'সেবা' নামে পুরস্কার প্রবর্তন করেন। যারা অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালন করতেন তারা এ পুরস্কারে ভূষিত হতেন। [সকল বোর্ড '১৭) ১৭৪. উদ্দীপকের কর্মকাণ্ডের সাথে ফ্রান্সের কোন শাসকের মিল রয়েছে?

উদ্দীপকটি পড়ে ১৭৫নং প্রশ্নের উত্তর দাও: মুঘল সম্রাট আকবর ছিলেন একজন দিগ্বিজয়ী বীর। সুদক্ষ শাসক ও সংস্কারক হিসাবেও তিনি খ্যতি অর্জন করেছিলেন [সকল বোর্ড '১৬] ১৭৫. উদ্দীপকের সম্রাট আকবরের কর্মকাণ্ডের সাথে ফ্রান্সের কোন শাসকের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে?

উদ্দীপকটি পড়ে ১৭৬ থেকে ১৭৮নং প্রশ্নের উত্তর দাও: তমিম একজন বিখ্যাত যোদ্ধা ও বীর ছিলেন। তিনি বলেছিলেন, 'আমিই বিপ্লব'। পরবর্তীকালে একসময় তিনি বলেন, 'আমি বিপ্লবকে ধ্বংস করেছি'। ১৭৬. তামিমের সাথে নিচের কোন ব্যক্তির সাদৃশ্য রয়েছে?

১৭৭. উদ্দীপকের যোদ্ধা কোন দেশের বিশ্ববরেণ্য বীর ছিলেন?

১৭৮. তামিম যেক্ষেত্রে সংস্কারে তার দেশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে তুমি মনে কর-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *