ইতিহাস (দ্বিতীয় পত্র) : পরীক্ষা – ২০১৯

Welcome to your ইতিহাস (দ্বিতীয় পত্র) : পরীক্ষা - ২০১৯

১. কোড নেপোলিয়নের ধারাগুলোর মধ্যে কোনটি ছিল?

নিচের উদ্দীপকটি পড় এবং ২নং প্রশ্নের উত্তর দাও : কাশ্মীরকে কেন্দ্র করে ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ অবসান হয় তাসখন্দ চুক্তির মাধ্যমে। ২. উদ্দীপকের সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কোন চুক্তির মিল রয়েছে?

৩. প্রথম বিশ্বযুদ্ধের ফলে-

নিচের উদ্দীপকটি পড় এবং ৪নং প্রশ্নের উত্তর দাও: প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত একটি দেশকে জোরপূর্বক একটি অপমানজনিত সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। ৪. উদ্দীপকে পাঠ্যবইয়ের কোন দেশকে ইঙ্গিত করে?

৫. বুশ বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার জনসংখ্যার বেশির ভাগ ছিল-

৬. বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সর্বপ্রথম ধারণা দেন কে?

৭. কার্ল মার্কস সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছিলেনকীভাবে?

৮. কার প্রতিষ্ঠিত শাসনব্যবস্থা রাশিয়ায় জারতন্ত্র নামে পরিচিতি পায়?

নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও: ১৮৮৯ খ্রি. অতি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও মি. মর্গান একজন বিশ্বনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। নানা সফলতা সত্ত্বেও উগ্র পররাষ্ট্রনীতির কারণে শেষ পর্যন্ত যুদ্ধে তিনি শোচনীয়ভাবে পরাজিত হন। ৯. উদ্দীপকে মি, মর্গানের সাথে কার মিল রয়েছে?

১০. তার পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য ছিল-

১১. ভৌগোলিক সাম্রাজ্যবাদের অবসান ঘটে কীভাবে?

নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও; বাংলাদেশের একজন স্বনামধন্য বিচারক সম্প্রতি একটি আন্তর্জাতিক সংস্থার আদালতে বিচারক হিসেবে নিয়োগ পান। উক্ত সংস্থাটি ১৯৪৫ সালে গঠিত হয়েছিল। ১২. উদ্দীপকের সাথে নিচের কোন আদালতের মিল আছে?

১৩. উক্ত আদালতের প্রধান বিচার্য বিষয় কোনটি?

নিচের উদ্দীপকটি পড় এবং ১৪নং প্রশ্নের উত্তর দাও- করিমপুর ইউনিয়নের দুটো গ্রামের মধ্যে সংঘটিত সংঘর্ষের পর তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য চেয়ারম্যান সাহেব একটি শান্তিসংঘ প্রতিষ্ঠা করেন। ১৪. উক্ত শান্তিসংঘের ন্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পঠিত মশান্তিসংঘটির নাম কী?

১৫. জাতিসংঘের মৃৎপিন্ড বলা হয় কোনটিকে?

১৬. স্নায়ুযুদ্ধ অবসানে সবচেয়ে বেশি কৃতিত্ব কার?

১৭. 'ট্রুম্যান ডকট্রিন' এর ধারা কোনটি?

১৮. 'ইউটোপিয়াজম' কী?

নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও: 'ক' ও 'খ' বিপরীত মতাদর্শের দুটি দেশ। কিন্তু দেশ দুটি পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ায় তাদের অধ্যে বিরোধ। নাটলেও বৃহৎ কোনো যুদ্ধ সংঘটিত হয় না। ১৯. উদ্দীপকে কোন ঘটনাকে ইঙ্গিত করা হয়েছে?

২০. উক্ত ঘটনার ফলে-

২১. সোভিয়েত ইউনিয়নের পতনের পর ২০১০ খ্রিস্টাব্দের সংশোধিত চার্টার অনুযায়ী CIS এর সহযোগী সদস্য ছিল কোনটি?

২২. পুঁজিবাদী ব্যবস্থাপনার প্রধান লক্ষ্য কোনটি?

২৩. কোন মহান নেতা রোবেন দ্বীপে কারাবাস করেছিলেন?

২৪. 'I have a dream' ভাষণটি দিয়েছিলেন কে?

২৫. ডেসমন্ড টুটু নোবেল পুরস্কার পেয়েছিলেন কোনটিতে?

২৬. ইংল্যান্ডে সংঘটিত হয়েছিল কোনটি?

২৭. সামন্ততন্ত্রের ভিত্তি কী ছিল?

২৮. ফরাসি রাজতন্ত্রকে একটি স্বৈরতন্ত্রী প্রতিষ্ঠানে পরিণত

নিচের উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও: বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক বুদ্ধিজীবী সরাসরি অংশগ্রহণ না করলেও তারা তাদের লিখনীর মাধ্যমে আমাদের মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন। দেশের জনগণের পাশাপাশি বিশ্বজনমত গঠনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রেখেছিলেন। ২৯. উদ্দীপকের সাথে ফ্রান্সে সংঘটিত বিপ্লবে কাদের ভূমিকার মিল রয়েছে।

৩০. উক্ত বিপ্লবে তারা ভূমিকা পালন করেছিলেন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *