ইতিহাস (প্রথম পত্র) : অষ্টম অধ্যায় – মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব

Welcome to your ইতিহাস (প্রথম পত্র) : অধ্যায় অষ্টম

১. মুক্তিযুদ্ধের পক্ষে সর্বাত্মক সাহায্যকারী দেশ কোনটি?

২. বন্দী শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তান সামরিক জান্তা কোনো ব্যবস্থা নিলে ভারত তার প্রতিবাদ করবে- কে বলেছেন?

৩. বাঙালি মুক্তিসেনাদের ভারতীয়রা ট্রেনিং দিয়েছিল কেন?

৪. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি?

৫. ইন্দিরা গান্ধীকে যে সম্মাননা প্রদান করা হয়-

৬. বাংলাদেশ-ভারত সহায়ক শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী সামিতির সভাপতি কে ছিলেন?

৭. কোন দেশের কবি-সাহিত্যিকগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করেন?

৮. আনন্দবাজার পত্রিকাটি কোন দেশের ছিল?

৯. রবিশংকর যুক্তরাষ্ট্রের কোথায় 'কনসার্ট ফর বাংলাদেশ' আয়োজন করেন?

১০. ভারতের মাটিতে বাঙালি যুবকদের ট্রেনিং শুরু হয় কবে?

১১. ভারত 'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' স্থাপনে সহায়তা করে কেন?

১২. 'আকাশবাণী' প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ছিল কোনটি?

১৩. বহির্বিশ্বে প্রথম বাংলাদেশ মিশন কোথায় স্থাপিত হয়?

১৪. কোন বৃহৎ শক্তি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে?

১৫. সোভিয়েত ইউনিয়নের বর্তমান নাম কী?

১৬. ১৯৭১ সালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন কে?

১৭. পরাশক্তির মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?

১৮. 'ভেটো' শব্দের অর্থ কী?

১৯. সোভিয়েত ইউনিয়ন মুক্তিযুদ্ধবিরতি প্রস্তাবে কতবার ভেটো দেয়?

২০. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সোভিয়েত ইউনিয়নের সাহায্যের তাৎপর্য কোনটি?

২১. স্বাধীনতার পক্ষে কূটনৈতিক পদক্ষেপ নেয় কোন দেশ?

২২. পাকিস্তানের সমর্থনে ভারত মহাসাগরে সপ্তম নৌ-বহর পাঠায় কোন দেশ?

২৩. ১৯৭১ খ্রিষ্টাব্দে ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের কততম নৌবহর বঙ্গোপসাগরে এসেছিল?

২৪. মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সাহায্যের জন্য কোথায় সপ্তম নৌবহর পাঠায়?

২৫. মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?

২৬. জর্জ হ্যারিসন কে ছিলেন?

২৭. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বিদেশি নাগরিক মাদার মারি ও ভেরেনজি মারা যান। এ বিশিষ্ট ব্যক্তির বাড়ি কোথায়?

২৮. ভিক্টোরিয়া ওকাম্পো কীভাবে বাংলাদেশের পক্ষে জয়গান গেয়েছেন?

২৯. মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বের দেশের সাহায্যের যুক্তিযুক্ত কারণ কোনটি?

৩০. মুক্তিযুদ্ধের সময় মিশরের রাষ্ট্রপতি কে ছিলেন?

৩১. ইউরোপীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?

৩২. মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের যুদ্ধবিমানগুলো কোন দেশের বিমানবন্দর ব্যবহার করে?

৩৩. মুসলিম দেশসমূহের মধ্যে কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

৩৪. কখন জাতিসংঘ মহাসচিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচার প্রশ্নে পাকিস্তান সামরিক সরকারের উদ্যোগে হস্তক্ষেপ করে?

৩৫. মুক্তিযুদ্ধের সময় UNHCR-এর প্রতিনিধি ছিলেন কে?

৩৬. শরণার্থীদের জন্য জাতিসংঘের সর্বসাকুল্যে সাহায্যের পরিমাণ কত ছিল?

৩৭. মুক্তিযুদ্ধে মানবিক সমস্যা মোকাবিলার জন্য জাতিসংঘের কয়টি মিশন কাজ করে?

৩৮. মুক্তিযুদ্ধের সময় 'UNHCR' বাংলাদেশকে কীভাবে সাহায্য করেছিল?

৩৯. 'UNHCR' এর সদর দপ্তর কোথায়?

৪০. 'প্রনদ' সংগঠনটি টর্নেডো বিধ্বস্ত ব্রাহ্মণবাড়িয়ায় শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করে'- এ বাক্যে 'প্রনদ' সংগঠনের সাথে নিচে কার মিল রয়েছে?

৪১. রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?

৪২. রেডক্রসের সদর দপ্তর কোথায়?

৪৬. আবু সাঈদ চৌধুরী কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন?

৪৭. আবু সাঈদ চৌধুরীর প্রচেষ্টায় বিশ্বের কতটি দেশ বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা করে?

৫২. নিউইয়র্কে অনুষ্ঠিত 'Concert for Bangladesh' এ প্রোগ্রামে হ্যারিসনের সঙ্গে আর কে ছিলেন?

৫৩. মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জর্জ হ্যারিসনের মৃতদেহ কোথায় বিসর্জন দেওয়া হয়?

৫৪. রবিশঙ্কর একজন বিখ্যাত কী?

৫৫. নিউইয়র্কে 'Concert for Bangladesh' কবে অনুষ্ঠিত হয়?

৫৬. 'পাকিস্তান সরকারের উচিত অবিলম্বে শেখ মুজিবকে মুক্তি দেওয়া' উক্তিটি কে করেছেন?

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন ৫৭. মুক্তিযুদ্ধের সময় ভারতের অংশগ্রহণে বাংলাদেশের উপকারী দিক হলো-

৫৮. ইন্ধিরা গান্ধী মস্কো সফরকালে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন-

৬৪. আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশের পক্ষাবলম্বন করে-

৬৫. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করেছে-

৬৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘ যেসব ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল তা হলো-

৬৭. 'ICRC' আন্তর্জাতিক সংস্থা যার উদ্দেশ্য হলো-

৬৮. মুক্তিযুদ্ধের সময় UNHCR যে ধরনের কাজ করেছে তা হলো-

৬৯. বাংলাদেশের বিশেষ বন্ধু হিসেবে কাজ করে-

৭০. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জন্য চলচ্চিত্র নির্মাণ করেন-

৭১. সংগীত শিল্পী রবিশঙ্কর ও ভূপেন হাজারিকা যেভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল তা হলো-

৭২. বহির্বিশ্বে বাংলাদেশ মিশনগুলো যেভাবে মুক্তিযুদ্ধের সমর্থন আদায় করেছে তা হলো-

নিচের উদ্দীপকটি পড় এবং ৭৩ ও ৭৪নং প্রশ্নের উত্তর দাও: 'ক' রাষ্ট্র দ্বারা অত্যাচারিত ও আশ্রয়হীন জনগণ 'খ' রাষ্ট্রে প্রবেশ করলে 'খ' রাষ্ট্রের সরকার 'ক' রাষ্ট্রের অত্যাচারিত ও আশ্রয়হীন জনগণকে খাদ্য, বস্ত্র ও চিকিৎসা দিয়ে সাহায্য-সহযোগিতা করে। ৭৩. উদ্দীপকের 'খ' রাষ্ট্রের ভূমিকার সাথে কোন রাষ্ট্রের ভূমিকা তুলনীয়?

৭৩. উদ্দীপকের 'খ' রাষ্ট্রের ভূমিকার সাথে কোন রাষ্ট্রের ভূমিকা তুলনীয়?

৭৪. উক্ত রাষ্ট্রের গৃহীত কর্মকাণ্ডের ফলে-

উদ্দীপকটি পড়ে ৭৫ ও ৭৬নং প্রশ্নের উত্তর দাও: জনাব আজিজুর রহমান বানারীপাড়া উপজেলার একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। বিজয় দিবসের আলোচনায় তিনি বললেন ১৯৭১ সালে আমাদের প্রতিবেশি দেশ অকৃত্রিম বন্ধুর ভূমিকা পালন করেছে। যৌথবাহিনী গঠন করে তারা মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করেছে। ৭৫. উদ্দীপকে কোন দেশের কথা বলা হয়েছে?

৭৬. উক্ত দেশ অবদান রাখে-

উদ্দীপকটি পড়ে ৭৭নং প্রশ্নের উত্তর দাও: ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘে উত্থাপিত সকল প্রস্তাবে ইসরাইলের স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো প্রদান করে। ৭৭. উদ্দীপকের সাথে স্বাধীনতা যুদ্ধের সময়ে বাংলাদেশের পক্ষে কোন রাষ্ট্রের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে?

উদ্দীপকটি পড়ে ৭৮ ও ৭৯নং প্রশ্নের উত্তর দাও: বিশ্বখ্যাত গায়িকা ম্যাডোনা দুর্গত মানুষদের সহায়তার জন্য বিভিন্ন কনসার্টে সংগীত পরিবেশন করেন। ৭৮. উদ্দীপকের ম্যাডোনার মতো বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন গায়ক ভূমিকা পালন করেন?

৭৯. উল্লিখিত কনসার্টের মূল উদ্দেশ্য ছিল-

উদ্দীপকটি পড়ে ৮০ ও ৮১নং প্রশ্নের উত্তর দাও: জনাব মহিউদ্দিন খান একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। বিজয় দিবসের আলোচনা সভায় তিনি বিশ্বের পরাক্রমশালী একটি দেশ ও একটি সংস্থার সমালোচনা করে বললেন, তারা ১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় এবং যুদ্ধ বন্ধের সর্বাত্মক প্রচেষ্টা চালায়। ৮০. উদ্দীপকে কোন দেশটির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে?

৮১. উক্ত দেশের সরকারপ্রধানের উদ্দেশ্য ছিল-

উদ্দীপকটি পড়ে ৮২ ও ৮৩নং প্রশ্নের উত্তর দাও: ২৫ মার্চ রাতের বর্বরতম হত্যাকান্ডের ঘটনায় একটি আন্তর্জাতিক সংগঠনের ভূমিকা ছিল নীরব দর্শকের। এ সংগঠন তাদের দায়িত্ববোধের ক্ষেত্রে ভেটো ক্ষমতাসম্পন্ন দেশের হস্তক্ষেপে নীরব দর্শকের, ভূমিকা পালন করে। তবে তারা মানবিক কার্যক্রমসংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরণার্থীদের ভরণপোষণে তাদের অবদান প্রশংসনীয়। ৮২. উদ্দীপকে কোন আন্তর্জাতিক সংগঠনের কথা বলা হয়েছে?

৮৩. উক্ত সংগঠন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদেরকে

উদ্দীপকটি পড়ে ৮৪ ও ৮৫নং প্রশ্নের উত্তর দাও: সাফার দাদা বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব নেতৃত্ব ও জনমতের সমর্থন আদায়ের জন্য কাজ করেন। তিনি বাংলাদেশের বর্বরতম হত্যাকান্ডের চিত্র বিশ্ব বিবেকের কাছে তুলে ধরেন। যার ফলে বিশ্বের অনেক দেশ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন দেয়। ৮৪. উদ্দীপকে সাফার দাদার কর্মকাণ্ড দ্বারা মুক্তিযুদ্ধকালীন কার কর্মকাণ্ডের চিত্র ফুটে উঠেছে?

৮৫. উক্ত ব্যক্তির কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত ছিল-

নিচের উদ্দীপকটি পড় এবং ৮৬নং প্রশ্নের উত্তর দাও: 'ক' দেশের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে এক বিরূপ মন্তব্য করেন। ৮৬. উদ্দীপকের 'ক'-এর সাথে কোন ব্যক্তির সাদৃশ্য রয়েছে?

৫৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধী রাষ্ট্র ছিল- সকল বোর্ড '২২]

৬০. কনসার্ট ফর বাংলাদেশের উদ্দেশ্য ছিল- [সকল বোর্ড '১৯]

৬১. বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া দেশ হলো- [সকল বোর্ড '১৮, '১৬]

৬২. আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নেওয়া পরাশক্তি হলো-

৬৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা ব্রিটিশ পত্রিকা হলো-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *