১. আইউব খানের সামরিক শাসনামলের অভিনব সৃষ্টি কোনটি?
২. যুক্তফ্রন্টের নির্বাচনি ইসতেহারের প্রথম দফা কোনটি?
৩. পাকিস্তানের রাজধানী করাচি থেকে কোথায় স্থানান্তরিত হয়?
৪. যুক্তফ্রন্টের ২১ দফার মূল দাবি কী ছিল?
৫ . পূর্ব বাংলার প্রথম মন্ত্রিসভা গঠন হয় কবে?
৬. পূর্ব বাংলার প্রথম গভর্নর কে?
৭. পূর্ব বাংলার জমিদারি প্রথা বিলুপ্ত হয় কখন?
৮. পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান রাখা হয় কবে?
৯. পাকিস্তানে বাংলা অন্যতম রাষ্ট্রভাষার সাংবিধানিক স্বীকৃতি পায় কত সালে?
১০. কৃষক-শ্রমিক পার্টির নেতা কে ছিলেন?
১১. মৌলিক গণতন্ত্রের প্রবক্তা কে?
১২. কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেন কবে?
১৩. ১৯৫৭ সালে 'ন্যাশনাল আওয়ামী পার্টি' (ন্যাপ) গঠন করে কে?
১৪. পাকিস্তানে সামরিক শাসন জারি হয় কত সালে?
১৫. আইয়ুব বিরোধী আন্দোলনের সূত্রপাত হয় কীভাবে?
১৬. 'শিক্ষা দিবস'রূপে পালন করা হয় কোন দিনটি?
১৭. সোহরাওয়ার্দীকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয় কখন?
১৮. কত সালে পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়?
১৯. নবগঠিত আওয়ামী মুসলিম লীগের সভাপতি কে ছিলেন?
২০. পূর্ব পাকিস্তান কেন অবকাঠামোগত দিক দিয়ে অনুন্নত ছিল?
২১. পাকিস্তানের শাসনকার্য পরিচালনার জন্য অধিকাংশ কর্মকর্তাগণ ছিল কোন অঞ্চলের?
২২. 'আমলাদের মধ্যে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব ছিল নগণ্য'- বাক্যটির মধ্যে প্রকাশ পেয়েছে
২৩. উর্দু ভাষা বাস্তবায়নের বিরুদ্ধে শহিদুল্লাহ, এনামুল হক বুদ্ধিজীবীরা কীভাবে প্রতিবাদ জানায়?
২৪. 'তমদ্দুন মজলিস' নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে কবে?
২৫. পাকিস্তান পাবলিক সার্ভিস কমিশন কোথা থেকে বাংলা অক্ষর বিলুপ্ত করেন?
২৬. ভেঙে পড়া জগন্নাথ হল পরিচিত ছিল? মিলনায়তন পূর্বে কী নামে
২৭. কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়?
২৮. বাংলা ভাষার পক্ষে প্রথম বক্তব্য দেন কে?
২৯. উর্দুর সাথে বাংলাকেও গণপরিষদের ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব করেন-
৩০. 'মালালা ইউসুফ জাই প্রথম পাকিস্তানে নারী শিক্ষার অধিকার আদায়ে আন্দোলন করেছে'- এখানে মালালার সাথে ভাষা আদায়ের সংগ্রামে কার মিল রয়েছে?
৩১. গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত কর্তৃক রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে বিবেচনার দাবি গৃহীত না হওয়ার ফলে কী হয়?
৩২. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
৩৩. নবগঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?
৩৪. বর্তমান বাংলা একাডেমির পূর্বনাম কী ছিল?
৩৫. 'ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠনের উদ্দেশ্য ছিল কোনটি?
৩৬. ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
৩৭. সকাল কয়টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলার সভা অনুষ্ঠিত হয়?
৩৮. ৫২-এর ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের শতকরা কত ভাগ মানুষের মাতৃভাষা ছিল বাংলা?
৩৯. ৫২-এর ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
৪০. রাজশাহীর ভূবন মোহন পার্ক কেন বিখ্যাত?
৪১. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো'- গানটির গীতিকার কে?
৪২. 'কবর' নাটকের রচয়িতা কে?
৪৩. ৫২-এর ভাষা আন্দোলনে ছাত্রছাত্রীর সম্মিলিত আন্দোলনের ইতিবাচক দিক কোনটি?
৪৪. 'রক্তের বদলে রাষ্ট্রভাষা বাংলা চাই'- বাক্যটির মধ্যে ফুটে উঠেছে কোনটি?
৪৫. সুশোভন আনোয়ার আলী ও সাকীকে গ্রেফতার করা হয় কী কারণে?
৪৬. পহেলা বৈশাখ পালন বাঙালি সংস্কৃতির বহিঃপ্রকাশ। কোন আন্দোলনের মাধ্যমে এ সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষিত হয়েছে?
৪৭. ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রথম শহিদ কে?
৪৮. ভাষাশহিদ রফিক কোন জেলায় জন্মগ্রহণ করেন?
৪৯. ভাষা আন্দোলনের সময় রফিকের বয়স কত ছিল?
৫০. শহিদ রফিককে কোথায় কবর দেওয়া হয়?
৫১. ভাষাশহিদ আবুল বরকত কোথায় জন্মগ্রহণ করেন?
৫২. আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
৫৩. আবুল বরকত কত সালে আই. এ (HSC) পাস করেন?
৫৪. ২০০০ সালে কাকে মরণোত্তর একুশে পদক দেওয়া হয়?
৫৫. ভাষাশহিদ শফিউর রহমান কোন পদে চাকরি করতেন?
৫৬. ভাষাশহিদ শফিউর রহমানের জন্মস্থান কোন জেলায়?
৫৭. আবদুল জব্বার কোথায় জন্মগ্রহণ করেন?
৫৮. আবদুল জব্বারের পিতা পেশায় কী ছিলেন?
৫৯. 'সাদেক স্কুল থেকে বাড়ি ফিরেই একটু বিশ্রাম নিয়ে বাকিটা সময় বাবাকে কৃষিকাজে সাহায্য করে'- এ বাক্যে সাদেকের সাথে ভাষাশহিদের কার মিল রয়েছে?
৬০. আবদুল জব্বারের পিতার নাম কী?
৬১. আবদুস সালাম কোন জেলায় জন্মগ্রহণ করেন?
৬২. ফেনীতে একটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কার নামে রাখা হয়?
৬৩. আবদুস সালাম কোন সরকারের অধীনে চাকরি করতেন?
৬৪. আবদুস সালাম ১৯৫২ সালের কত তারিখে মারা যায়?
৬৫. ১৯৫২ সালে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন কে?
৬৬. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বিভিন্ন স্কুল থেকে ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় জড়ো হয়েছিল কেন?
৬৭. মমতাজ বেগমের আন্দোলনের মধ্য দিয়ে ফুটে উঠেছে কোনটি?
৬৮. মমতাজ বেগম পেশায় কী ছিলেন?
৬৯. ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী হামিদা খাতুনের বাড়ি কোন জেলায়?
৭০. গাজীউল হকের স্মরণ অনুসারে কে সাইকেল চালিয়ে প্রয়োজনীয় খবর পৌঁছে দিত?
৭১. একুশ নিয়ে প্রথম গানটি কে রচনা করেন?
৭২. 'স্মৃতির মিনার' কবিতার মধ্য দিয়ে ফুটে উঠেছে কোনটি?
৭৩. 'বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা' গানটির প্রথম সুরকার কে?
৭৪. 'কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'-বাক্যটিতে প্রয়োগ হয়েছিল কোনটি?
৭৫. ১৯৪৮ সালে ভাষা আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল যশোরের কোন জায়গাটি?
৭৬. শহিদ স্মৃতিস্তম্ভ নামে শহিদ মিনার নির্মিত হয় কবে?
৭৭. প্রথম নির্মিত শহিদ মিনারের নকশাকারী কে?
৭৯. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটির বর্তমান সুরকার কে?
৮০. ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতির ক্ষেত্রে UNESCO কে কয়টি দেশ সমর্থন দেয়?
৮১. ভাষা আন্দোলনের মাধ্যমে যার জন্ম হয়-
৮২. ২১ ফেব্রুয়ারি বর্তমানে বিশ্বব্যাপী কী হিসেবে পালিত চা হয়?
৮৩. বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কবে?
৮৪ . একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাত্রভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কোন সংস্থা?
৮৫. পাকিস্তানে সামরিক আইন জারির ফলাফল হলো-
৮৬. আইয়ুব খানের স্বৈরশাসনের সময় সংবাদপত্রগুলোতে যে যে বিষয় অন্তর্ভুক্ত ছিল-
৮৭. বাঙালি তরুণেরা শাসকগোষ্ঠীকে অবজ্ঞা করে যে কারণে-
৮৮. শাসনতান্ত্রিক দিক থেকে পূর্ব পাকিস্তান যে যে কারণে পিছিয়েছিল-
৮৯. তমদ্দুন মজলিসের ভাষা আন্দোলনের ইতিবাচক দিক হলো-
৯০. "উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা"- উক্ত ঘোষণাটি মোহাম্মদ আলী জিন্নাহ দিয়েছিলেন-
৯১. ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যেসব কর্মসূচি গ্রহণ করে-
৯২. বিক্ষুব্ধ জনতা সরকার পক্ষের সংবাদপত্র অফিসে আগুন লাগিয়ে দেয় যে কারণে-
৯৩. ছাত্রসমাজ বাংলা ভাষা প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করেছিল যেভাবে-
৯৪. ১৯৫২ সালে ভাষা আন্দোলনে নারীরা সাহায্য করেছে-
৯৫. ভাষা আন্দোলন পরবর্তীকালে জন্ম দেয়-
৯৬. লিয়াকত আলী উর্দু ভাষাকে মুসলমানের ভাষা হিসেবে আখ্যায়িত করেছেন যে জন্য-
৯৭. 'বাংলা একাডেমি' প্রতিষ্ঠানের কার্যকলাপের লক্ষ্য হলো--
৯৮. ২২ ফেব্রুয়ারি সংগ্রাম পরিষদ গঠন হওয়ার কারণ যা-
৯৯. ভাষা আন্দোলনের তাৎপর্য হলো-
১০০. কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'-কবিতাটিতে ফুটে উঠেছে যেটি-
১০১. 'বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা' গানটির ইতিবাচক দিক হলো-
১০২. বাঙালিরা জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়েছে যে কারণে-
১০৩. একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পায় যেভাবে-
উদ্দীপকটি পড়ে ১০৪ ও ১০৫নং প্রশ্নের উত্তর দাও: ১৯৬২ সালে রাজা মহেন্দ্র নেপালে কন্ট্রোল ডেমোক্রেসি চালু করেন। এ ব্যবস্থায় স্থানীয় সরকারের প্রতিনিধিরাই জাতীয় সংসদের সদস্য নির্বাচিত করত। ১০৪. উদ্দীপকের রাজা মহেন্দ্রের কর্মকাণ্ডের সাথে কোন শাসকের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে?
১০৫. উক্ত ব্যক্তির গৃহীত ব্যবস্থার উদ্দেশ্য ছিল-
উদ্দীপকটি পড়ে ১০৬নং প্রশ্নের উত্তর দাও: দুর্গাপুর কলেজের ছাত্র সংসদ নির্বাচনে অন্যান্য সকল দল মিলে এক প্রতিক্রিয়াশীল সংগঠনকে বিপুল ভোটে পরাজিত করেন। ১০৬. উদ্দীপকে উল্লিখিত প্রতিক্রিয়াশীল সংগঠন বলতে নিচের কোনটিকে বোঝায়?
উদ্দীপকটি পড়ে ১০৭ ও ১০৮নং প্রশ্নের উত্তর দাও: দেশবিভাগের পর ক ও খ অঞ্চল নিয়ে একত্রে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা হয়। একমাত্র ধর্ম ছাড়া এ দুই অঞ্চলের মধ্যে আর কোনো মিল ছিল না। অচিরেই খ অঞ্চল সামরিক শাসন জারি করে ক অঞ্চলের ওপর অত্যাচার শুরু করে। একসময় তারা ক অঞ্চলের ভাষার ওপর আক্রমণ চালায়। ফলে একটি আন্দোলন গড়ে ওঠে। ১০৭. উদ্দীপকে উল্লিখিত দেশবিভাগের পর কোন দুই অঞ্চল নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠন করা হয়?
১০৮. উল্লিখিত আন্দোলনকে বাংলাদেশের স্বাধীনতার সোপান বলা হয়, কারণ-
উদ্দীপকটি পড়ে ১০৯ ও ১১০নং প্রশ্নের উত্তর দাও: ইলুহার ইউনিয়নের নির্বাচনে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেন। এদের মধ্যে মতি হাওলাদার প্রভাবশালী ব্যক্তি এবং অত্র অঞ্চলের এম.পি. তার ঘনিষ্ঠ বন্ধু। মতি হাওলাদারকে পরাজিত করার জন্য অত্র এলাকার বাকি ৫ জন প্রার্থী ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেন। ফলে মতি হাওলাদার ব্যাপক ব্যবধানে পরাজিত হন। ১০৯. উদ্দীপকের নির্বাচনের সাথে ঐতিহাসিক কোন নির্বাচনের মিল রয়েছে?
১১০. উক্ত নির্বাচনের ইশতেহার ছিল-
উদ্দীপকটি পড়ে ১১১ ও ১১২নং প্রশ্নের উত্তর দাও: ভোর বেলায় ফুল হাতে খালি পায়ে দাদু নাতিকে নিয়ে স্কুল মাঠে যাচ্ছে। ১১১. উদ্দীপকটি নিচের কোন দিবসের কথা স্মরণ করিয়ে দেয়?
১১২. উক্ত দিবসটি নিচের কোন সালের সাথে সম্পর্কিত?
উদ্দীপকটি পড়ে ১১৩ ও ১১৪নং প্রশ্নের উত্তর দাও: ভাষা আন্দোলন সম্পর্কে স্মৃতিচারণে একজন নারী বলেছিলেন, তার ওপর অর্পিত দায়িত্ব ছিল-আনন্দময়ী ও বাংলাবাজার স্কুলের মেয়েদের একত্রিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় নিয়ে আসা। ১১৩. উদ্দীপকে উল্লিখিত ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী কোন নারীর কথা বলা হয়েছে?
১১৪. ভাষা আন্দোলনে নারীদের অন্যতম প্রধান কাজ ছিল-