১. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দিওয়ানি লাভ করে?
২. ভারতবর্ষের বিভিন্ন স্থানে ইংরেজদের কুঠি ও দুর্গ নির্মাণের প্রধান কী উদ্দেশ্য ছিল?
৩. ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে?
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও: সিফফিনের যুদ্ধে হযরত আলী (রা.)-এর আক্রমণে মুয়াবিয়া (রা.) যখন কোণঠাসা হয়ে পড়েন তখন আমর আল-আস (রা.)-এর কূটচালে হযরত আলী (রা.) যুদ্ধ বন্ধ করেন এবং নিজের পরাজয় ডেকে আনেন। ৪. উদ্দীপকের যুদ্ধের সাথে উপমহাদেশের কোন যুদ্ধের মিল আছে?
৬. ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের মধ্য দিয়ে-
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও: সম্প্রতি বিশ্বে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। ছিনতাইকারীরা অহরহ পথচারীদের ধনসম্পদ হাতিয়ে নিচ্ছে। ৭. উদ্দীপকে উল্লিখিত ছিনতাইকারীদের সাথে লর্ড বেন্টিঙ্ক-এর আমলের কোন চক্রের মিল রয়েছে?
৮. উক্ত চক্রের দমনে লর্ড বেন্টিঙ্ক যে পদক্ষেপ গ্রহণ করেন তা হলো-
৯. বাংলায় প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
নিচের উদ্দীপকটি পড়ে ১০নং প্রশ্নের উত্তর দাও: রাদিয়াহ তার ভাই রাজকে বলল, মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি অর্থনৈতিক মন্দার কারণে প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে ব্যয় কমিয়ে দিয়েছেন। ১০. উদ্দীপকে উল্লিখিত মার্কিন প্রেসিডেন্টের নীতির সাথে ব্রিটিশ ভারতের কোন শাসকের নীতির মিল রয়েছে?
১১. কত খ্রিষ্টাব্দে ভারতীয় উপমহাদেশে কোম্পানির শাসনের বিলুপ্তি ঘটে?
১২. মুসলিম লীগের প্রধান উদ্দেশ্য ছিল-
১৩. The Spirit of Islam' গ্রন্থটির লেখক কে?
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও: 'ক' দেশের শাসক প্রশাসনিক সুবিধার জন্য দেশকে বিভক্ত করেন। এতে দেশের এক অংশের জনগণ বিরোধিতা করে এবং গুপ্তহত্যা, দাঙ্গা ও বর্জন নীতি গ্রহণ করে। ১৪. উদ্দীপকের ঘটনা ভারতীয় উপমহাদেশের কোন আন্দোলনের সাথে সম্পর্কযুক্ত?
১৫. উদ্দীপকে প্রতিফলিত আন্দোলন ছিল-
১৬. ভাষা আন্দোলনের মাধ্যমে যার জন্ম হয়-
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও: ১৯১৭ সালের ২ নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর তার ঘোষণায় ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র গঠনের কথা ঘোষণা করেন। ১৭. উদ্দীপকের ঘোষণার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল পাওয়া যায়?
১৮. উক্ত ঘটনার মূল বক্তব্য ছিল-
নিচের উদ্দীপকটি পড়ে ১৯নং প্রশ্নের উত্তর দাও: ফেব্রুয়ারি, ২০১৫ 'দৈনিক প্রথম আলো' পত্রিকায় প্রকাশিত- রাজশাহী গোদাগাড়ী উপজেলার বাবু ডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঁশ ও কাদামাটি দিয়ে শহিদ মিনার নির্মাণ করে। এভাবে এলাকাবাসী শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়। ১৯. উদ্দীপকে কোন শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলা হয়েছে?
২০. কোন গভর্নর দ্বৈতশাসনের অবসান ঘটান?
২১. পাকিস্তান-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
২২. ২১ ফেব্রুয়ারি বর্তমানে বিশ্বব্যাপী কী হিসেবে পালিত হয়?
২৩.হিন্দু বিধবা বিবাহ আইন কে প্রবর্তন করেন?
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও: প্রশাসনিক সুবিধার্থে লালপুর প্রদেশটিকে দুটি অংশে বিভক্ত করা হয়। ফলে প্রদেশের একটি অংশের জনগণ এর বিরোধিতা করে দুর্বার আন্দোলন শুরু করে। ২৪. উদ্দীপকের সাথে উপমহাদেশের কোন ঘটনার মিল রয়েছে?
২৫. উক্ত পরিকল্পনাটি ব্যর্থ হওয়ার মূল কারণ-
২৬. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল-
নিচের উদ্দীপকটি পড়ে ২৭নং প্রশ্নের উত্তর দাও: ক ১৬৭ + খ ০২ =১৬৯ ২৭. উপরের উপাত্তগুলো কোন নির্বাচনের ফলাফল নির্দেশ করে?
২৮. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে-
২৯. কোন বৃহৎ শক্তি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে?
৩০. বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?