ইতিহাস (প্রথম পত্র) : পরীক্ষা – ২০২২

Welcome to your ইতিহাস (প্রথম পত্র) : পরীক্ষা - ২০২২

১. হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন?

২. গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত কর্তৃক রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে বিবেচনার দাবি গৃহীত না হওয়ার ফলে কী হয়?

৩. ভাষা শহিদ শফিউর রহমানের জন্মস্থান কোন জেলায়?

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও: ভাষা আন্দোলন সম্পর্কে স্মৃতিচারণে একজন নারী বলেছিলেন, তার ওপর অর্পিত দায়িত্ব ছিল- আনন্দময়ী ও বাংলাবাজার স্কুলের মেয়েদের একত্রিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় নিয়ে আসা। ৪. উদ্দীপকে উল্লেখিত ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী কোন নারীর কথা বলা হয়েছে।

৫. ভাষা আন্দোলনে নারীদের অন্যতম প্রধান কাজ ছিল-

৬. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও: মজিদপুর ইউনিয়নের জনদরদী, বিপুল ভোটে নির্বাচিত 'ক' চেয়ারম্যান নির্বাচনের পর তার হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য জোর দাবি জানালে ষড়যন্ত্র করার দায়ে তাকে এবং তার অনুসারীদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে কারাগারে পাঠানো হয়। ৭. উদ্দীপকে উল্লেখিত চেয়ারম্যানের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল রয়েছে?

৮. উক্ত মামলা উল্লিখিত নেভার বিরুদ্ধে কত খ্রিষ্টাব্দে দায়ের করা হয়?

৯. পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন কে?

১০. বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ-

১১. বাংলাদেশের ইতিহাসে কত তারিখ 'কালরাত' হিসেবে পরিচিত?

১২. মুক্তিযুদ্ধে নারীরা অবদান রাখে-

১৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধী রাষ্ট্র ছিল-

১৪. জর্জ হ্যারিসন কে ছিলেন?

১৫. মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর দ্বারা বাঙালির উপর চালানো নির্যাতনের ঘটনা বহির্বিশ্বে প্রকাশিত হয়-

১৬. পাকিস্তানের সমর্থনে ভারত মহাসাগরে সপ্তম নৌ-বহর পাঠায় কোন দেশ?

১৭. দিনেমারগণ কত খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশে আগমন করে?

১৮. পলাশীর প্রান্তর ভারতের কোন নদীর তীরে অবস্থিত?

১৯. ইউরোপীয় জাতিসমূষের মধ্যে দুঃসাহসী ও নৌবিদ্যায় পারদর্শী ছিল-

২০. কোন স্থানগুলো ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শক্তিশালী প্রাণকেন্দ্রে পরিণত হয়?

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২১ দাও ও ২২ নম্বর প্রশ্নের উত্তর কামাল ও আরমান দুজনে একত্রে দীর্ঘদিন বিশ্বাসের সাথে ব্যবসা-বাণিজ্য করলেও পরবর্তীতে আরমানের হঠকারিতার কারণে সমস্ত মূলধনই কামাল একা লুটে নেয় এবং ব্যবসা পরিচালনার দায়িত্ব এককভাবে গ্রহণ করে। ২১.বিশ্বাসঘাতকের মিল রয়েছে? উদ্দীপকে আরমানের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন

২২. উন্তু বিশ্বাসঘাতক তাৎক্ষণিকভাবে কী সুবিধা পান?

২৩. মহারানি ভিক্টোরিয়া কত খ্রিষ্টাব্দে রাজকীয় ঘোষণা প্রদান করেন?

২৪. কে ইলবার্ট বিল প্রণয়ন করেন?

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও: পৌরসভার নবনির্মিত সদস্যবৃন্দ শপথগ্রহণ অনুষ্ঠানে জানতে পারেন যে, একটি আইনের দ্বারা ভারতীয় উপমহাদেশের জনগণ পৌরসভা পরিচালনার দায়িত্ব পাবে। ২৫. উদ্দীপকে উল্লেখিত আইনটি উপমহাদেশে কী নামে পরিচিত?

২৬ . ভারতীয় জনগণ উক্ত আইন প্রণেতাকে কোন ধরনের শাসক হিসেবে বিবেচনা করে?

২৭. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও: আন্তঃদলীয় কোন্দলের কারণে মধুপুর ইউনিয়নে একটি রাজনৈতিক দলের দুইটি কমিটি ঘোষণা করা হয়। দাউদ মল্লিক এ প্রস্তাবের উপস্থাপক। তিনি প্রতিপক্ষ গ্রুপের স্বেচ্ছাচারী রাজনীতির প্রতিবাদে এই বিভাজনের প্রস্তাব উত্থাপন করেন। ২৮. উদ্দীপকে উল্লেখিত দাউদ মল্লিকের সাথে তোমার পাঠ্যবইয়ের ব্রিটিশ ভারতের কোন নেতার মিল রয়েছে?

২৯ . দাউদ মল্লিকের প্রস্তাবটি ইতিহাসের কোন প্রস্তাবের সাথে সামঞ্জস্যপূর্ণ।

৩০. মুসলিম লীগের কোন নেতা স্বাধীন বাংলা রাষ্ট্রের প্রস্তাব সমর্থন করেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *