১. লর্ড রিপন কেন হান্টার কমিশন নিয়োগ করেন?
২. "Bengal Municipal Act" কী?
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: মহাজনদের অত্যাচার-নির্যাতন থেকে কৃষকদের রক্ষা করতে এলাকার এক সচেতন যুবক রাজিত একটি সমবায় সমিতিন প্রতিষ্ঠা করে। ৩. রাজিতের কর্মকান্ডে ভারতের কোন শাসকের কাজের প্রতিফলন লক্ষ করা যায়?
৪. কৃষি ব্যবস্থার উন্নতির জন্য উক্ত শাসক-
৫. ঐতিহাসিক কীর্তিসমূহ সংরক্ষণ ও গবেষণার জন্য লর্ড কার্জন কোনটি প্রতিষ্ঠা করেন?
৬. গান্ধীজির অসহযোগ আন্দোলনের মূল আদর্শ কোনটি?
৭. আলীগড় আন্দোলনের উদ্যোক্তা কে?
৮. কোন সম্প্রদায় বঙ্গ-ভক্তাকে সহজভাবে মেনে নিতেপারেন নি?
৯. বঙ্গ-ভঙ্গ বিরোধী আন্দোলন অবশেষে কী ধরনের পথ অবলম্বন করেছিল?
১০. ভারতীয় স্বাধীনতা আইনের ফলাফল-
১১. সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল?
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের ধারায় বলা হয়, ভারতের উত্তর-পশ্চিম ও পূর্ব ভূ-ভাগের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে ১২. উদ্দীপকে কোন প্রস্তাবের ধারার ইঙ্গিত রয়েছে?
১৪ . ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
১৫. বাংলা ভাষার পক্ষে প্রথম বক্তব্য দেন কে?
১৬. আইউব খানের সামরিক শাসনামলের অভিনব সৃষ্টি কোনটি?
১৭. যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারের প্রথম দফা কোনটি?
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও: সিয়েরা লিওনে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অনবদ্য। প্রেসিডেন্ট আহমাদ ভেজান কাববাহ সেনা সদস্যদের ভূমিকাকে স্মরণীয় করে রাখতে বাংলা ভাষাকে দেশটির সরকারি ভাষার মর্যাদা দেন। বাংলা ভাষার সম্মানাথে বিশ্বের অনেক দেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। ১৮. জাতিসংঘের কোন সংস্থা বাংলাকে মর্যাদায় অধিষ্ঠিতকরেছে?
১৯. উক্ত সংস্থার ভূমিকার ফলে-
২০. পাকিস্তানের রাজধানী করাচি থেকে কোথায় স্থানান্তরিত হয়?
২১. পূর্ব পাকিস্তান কেন অবকাঠামোগত দিক দিয়ে অনুন্নত ছিল?
২২. বক্তাবন্ধু শেখ মুজিবুর রহমান কেন পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন গড়ে তোলেন?
২৩. একুশ নিয়ে প্রথম গানটি কে রচনা করেন?
২৪. "উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা"-উক্ত ঘোষণাটি মোহাম্মদ আলী জিন্নাহ দিয়েছিলেন-
২৫. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম শহীদ শিক্ষক কো
নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও: একজন শাসক তার রাষ্ট্রের একাংশের উপর স্বেচ্ছাচারী শাসন চালান। ফলে বঞ্চিত এলাকার জনগণ আন্দোলনের মাধ্যমে শাসকের পতন ঘটায়। ২৬. উদ্দীপকের ঘটনাটি কোন আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ?
২৭. উক্ত আন্দোলনের লক্ষ্য ছিল-
২৮. আজ হতে বাংলাদেশ স্বাধীন। একথা দ্বারা বজাবন্ধু কী প্রকাশ করেছেন?
২৯. মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয় কতজনকে?
৩০. বঙ্গ-ভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?