১. কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়?বি. বো, ২০২৩)
২. কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনও ব্যবহার করা হয়? চি. বো, ২০২৩]
৩. প্রাচীনকালের মানুষ সংখ্যা গণনার কাজ করতো কীভাবে?
৪. কোন আদিবাসীরা এখনও ১ ও ২ এর বেশি গুণতে পারে না?
৫. মিশরীয় ও সুমেরীয়-ব্যাবিলনীয় সভ্যতার শুরু হয় কত বছর আগে?
৬. সুমেরিয়-ব্যাবিলনীয় সংখ্যা কত ভিত্তিক ছিল?
৭. মিনিট ও ঘণ্টার হিসাব করা হয় কত দিয়ে?
৯. মিশরীয় শিলালিপিতে কোন চিহ্ন দ্বারা 10 সংখ্যাটি প্রকাশ করা হতো?
১০. কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল?
১১. কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল না?
১২. মায়ান সংখ্যা পদ্ধতির ভিত্তি কত ছিল?
১৩. কত বছর আগে গ্রিকরা ব্যাবিলনীয় ও মিশরীয়দের সংখ্যা পদ্ধতির ওপর ভিত্তি করে তাদের পূর্ণাঙ্গ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে তোলে?
১৪. রোমান সংখ্যা ৮ কে দশমিক পদ্ধতিতে কত লেখা হয়?
১৫. রোমান সংখ্যা C কে দশমিক পদ্ধতিতে কত লেখা হয়?
১৬. দশমিক সংখ্যা 10 কে রোমান পদ্ধতিতে কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
১৭. গ্রিক A কে দশমিক পদ্ধতিতে কত লেখা হয়?
১৮. গণিতে শূন্যকে একটি সংখ্যা হিসেবে প্রথম ব্যবহার করে-
১৯. আরবরা কাদের কাছ থেকে গণনা পদ্ধতি আয়ত্ত করেছিলেন?
২০. কোন ভারতীয় গণিতবিদ প্রথম বাইনারি সংখ্যা দিয়ে হিসাব নিকাশ করার পদ্ধতি বের করেন?
২১. কোন বিজ্ঞানী ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতির ওপর বই রচনা করেন?
২২.০০ সংকেতটি সর্বপ্রথম কে প্রচলন করেন?
২৩. ০ (শূন্য) এর ব্যবহার ছিল না কোন সংখ্যা পদ্ধতিতে?
২৪. কোন সংখ্যা পদ্ধতিকে হিন্দু-আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হয়?
২৫. প্রাচীনকালে মানুষ গণনাকার্য সম্পাদন করার জন্য যা ব্যবহার করতো-
২৬. সংখ্যার প্রথম লিখিত রূপ পাওয়া যায়-
৩৭. কোন পদ্ধতিতে প্রতীক বা চিহ্ন যেখানেই ব্যবহার করা হোক, তার মান একই থাকে?
৩৮. নিচের কোন সংখ্যা পদ্ধতিটি নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি?
৩৯. নিচের কোনটি নন-পজিশনাল সংখ্যা?
৪০. নিচের কোনটি পজিশনাল সংখ্যা?
৪১. কোনটি অবস্থানগত সংখ্যা পদ্ধতি নয়?
৪২. কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি হলো-
৪৩. প্রচলিত দশমিক পদ্ধতি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ?
৪৪. 6660 সংখ্যাটিতে ডান থেকে বামদিকের তৃতীয় সংখ্যাটির মান কত?
৪৫. একটি সংখ্যায় থাকতে পারে-
৪৬. পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে প্রয়োজন-
৪৭. ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?[ঘ. বো, ২০১৬]
৪৮. দশমিক সংখ্যা পদ্ধতি কয়টি অঙ্ক ব্যবহার করে গড়ে উঠেছে?
৪৯. দশমিক চিহ্ন (.) ছাড়া সংখ্যাকে কী বলা হয়?
৫০. ভগ্নাংশযুক্ত সংখ্যার র্যাডিক্স পয়েন্টের বামদিকের অংশকে কী বলে?
৫১. ভগ্নাংশযুক্ত সংখ্যার র্যাডিক্স পয়েন্টের ডানদিকের অংশকে কী বলে?
৫২. কম্পিউটারে তথ্য প্রদর্শনের কাজে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
৫৫. দশমিক সংখ্যার দশমিক বিন্দুর বামপাশে থাকে-
৫৬. দশমিক সংখ্যা 5601.205 এ MSD কত?
৫৭. দশমিক সংখ্যা 572.36 এ LSD কোনটি?
৫৮. অভ্যন্তরীণ কাজ করার জন্য কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে?
৫৯. বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?
৬০. (10), এর সমতুল দশমিক সংখ্যা কত?
৬১. (12), এর সমকক্ষ বাইনারি কোনটি?
৬২. বাইনারি সংখ্যা 1111 এর দশমিক মান কোনটি?
৬৩. 1011 এর পরবর্তী বাইনারি সংখ্যা কত?
৬৫. বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক দুটি কী কী?
৬৬. বুলিয়ান অ্যালজেবরায় কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
৬৭. 'বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন-
৬৮. কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ গঠিত হয় কতটি বিদ্যুৎ প্রবাহের সমন্বয়ে?
৬৯. (101010), সংখ্যাটির সর্ববামের। নির্দেশ করে কোনটি?
৭০. বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য-
৭১. যে বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহৃত হয়-
৭২. বাইনারি সংখ্যার বাইনারি বিন্দুর-
৭৩. কে অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক?
৭৪. Octal সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? যি. বো., দি. বো, ২০১৬, ২০১৭/
৭৫. অক্টাল সংখ্যা পদ্ধতিকে বাংলায় কী বলা হয়?
৭৬. (17), এর পরের সংখ্যা কোনটি?
৭৭. অকটাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যাটি কত?
৭৮. নিচের কোনটি Octal number না?
৭৯. ৮-ভিত্তিক সংখ্যা হলো- কুি. বো, ২০১৬। [বিসিএস)
৮০. 2BAD.8C কোন ধরনের সংখ্যা? (দি, বো. ২০১৯)
৮১. হেক্সাডেসিমাল পদ্ধতির ভিত বা বেজ কত?
৮২. 16 ভিত্তিক সংখ্যায় ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক রয়েছে?
৮৩. (10) এর পূর্বের মান কোনটি?কুি. যো. ২০১৯।
৮৪. হেক্সাডেসিমালে । এর পরের সংখ্যা কোনটি?
৮৫. হেক্সাডেসিমাল এর মান বাইনারিতে কত?
৮৬. হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির । ডিজিটের সমতুল্য ডেসিমাল সংখ্যা কোনটি?
৮৭. (1110.11), এর সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি? চিং, বো, ১৭, ১৯, NCTB বই প্রকা
৮৮. (1010), এর সমতুল্য মান- বো ২০১৭)
৯০. মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কী?
৯১. 1'বাইটের অর্ধেককে কী বলা হয়?
৯২. ০ ও 1-এই অঙ্ক দুটির প্রত্যেকটিকে কী বলা হয়?
৯৪. 1011 সংখ্যায় কয়টি বিট আছে?
৯৫. এক বাইট প্রকাশ করার জন্য কতটি অক্টাল অঙ্কের প্রয়োজন?
৯৬. (10011010); কে কোন সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে সবচেয়ে কম সংখ্যক অঙ্ক প্রয়োজন?
৯৭. চিত্র এ (4 বিট) ইনপুট সিগন্যালের সমকক্ষ দশমিক মান কত?
৯৮. চিত্র ৪-এর সিগন্যাল-এর সমকক্ষ অক্টাল মান কত?
১৯. (SA) 1h এর পরের সংখ্যাটি কত?
১০০. দুটি সংখ্যার পার্থক্য (1F)। ১ম সংখ্যাটি (58) 10 হলে ২য় সংখ্যাটি কত? (ঢা. গো. ২০২০
১০১. কোন সংখ্যাটি বৃহত্তম?
১০২. (10111), এর সমতুল্য দশমিক মান কত?
১০৩. শিক্ষক ছাত্রকে রোল নম্বর লিখতে বলায় সে লিখল 1001; দশমিক পদ্ধতিতে ছাত্রটির রোল নম্বর কত হবে?
১০৫. শিক্ষক জারাকে জিজ্ঞেস করলেন, তোমার ক্লাস রোল কত? জারা উত্তর দিল 311. সংখ্যাটিকে দশমিক পদ্ধতিতে প্রকাশ করলে হয়-
১০৬. সংখ্যাটির বাইনারি মান কত? (29) 1n
১০৭. (A0) 1s এর দশমিক সমতুল্য মান কত?
১০৮. বাইনারিতে একটি বইয়ের দাম 1001011 হলে ডেসিমালে কত?
১০৯. জারিফ: জানিস, আমার বয়স বাইনারিতে 1101। ইবাদ: তাহলে আমি তোর চেয়ে এক বছরের বড়। ইবাদের বয়স ডেসিমালে কত বছর?
১১০. (100) সংখ্যাটির সমমানের দশমিক মান কত?
১১১. দশমিক পূর্ণসংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করার জন্য ঐ সংখ্যাটিকে বাইনারি সংখ্যার ভিত্তি 2 দিয়ে বার বার কী করতে হয়?
১১২. দশমিক ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করার জন্য ঐ সংখ্যাটিকে বাইনারি সংখ্যার ভিত্তি 2 দিয়ে বার বার কী করতে হয়?
১১৩. BABA সংখ্যাটির সমতুল্য দশমিক সংখ্যা কত?
১১৪. (71.54), এর দশমিক সমতুল্য মান কত?
১১৫. দশমিক সংখ্যা 91 এর বাইনারি রূপ কোনটি?
১১৬. (0.875) এর সমতুল্য বাইনারি সংখ্যা-
১১৭. (37.125) এর বাইনারি মান কত?
১১৮. (BFE), সমতুল্য অক্টাল মান কত?
১১৯. DADA সমতুল্য অকটাল সংখ্যার মান কোনটি?
১২২. 4C এর সমতুল্য বাইনারি সংখ্যা হলো-
১২৩. (A0), এর সমতুল্য বাইনারি মান কত?
১২৪. (11011.110111), এর সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা কত? [সি. বো. ২০১৯
১২৫. EFF এর পরের সংখ্যাটি কত?
১২৬. 1. 8. F ধারাটির পরবর্তী মান কত?
১২৭. (A+B+C) এর সমতুল্য মান কোনটি?
১২৮. (11011110.1),-এর হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি? [খ. বো. ২০১৬/
১২৯. দশমিকে 94 হলে হেক্সাডেসিমালে হবে-
১৩০. হেক্সাডেসিমালে 4D এর সমতুল দশমিক মান কত?
১৩১. (AID)০ এর সমকক্ষ বাইনারি সংখ্যা কত? [মা. বো, ২০১৬
১৩২. (100),, সংখ্যাটির পূর্বের সংখ্যাটি কত?
১৩৩, 7B কে বাইনারিতে প্রকাশ করলে সংখ্যাটি হবে- (মা. বো. ২০১৭)
১৩৪. (110110), এর সমকক্ষ মান- NCTB বই, প্রশ্ন-৯
১৩৫. 246 সংখ্যাটি হলো-[মা. বো, ২০১৭)
১৩৬. 762 সংখ্যাটি হতে পারে-[কু. যো. ২০১৬]
১৩৭. 111 সংখ্যাটি হতে পারে-বি.বো. ২০১৭।
১৩৯. 0.25 দশমিক সংখ্যাকে বিভিন্ন পদ্ধতিতে রূপান্তর করলে মান হয়-
১৪০. (ABC) 12 এর সমতুল্য মান হলো-
নিচের উদ্দীপকটি পড় এবং ১৪২ ও ১৪৩ নং প্রশ্নের উত্তর দাও। ক্লাসে শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞেস করেন। আতিক বলল, তার বয়স (10100),। ১৪২. আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা হলো-
১৪৩. দশ বছর পর আতিকের বয়স হেক্সডেসিমালে কত হবে? (ঢা. বো. ২০২৩।
১৬৯, ABC এর পূর্বের ও পরের সংখ্যার যোগফল কোনটি?
১৭০. কোন প্রক্রিয়ায় কম্পিউটারে যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করা হয়?
১৭১. বাইনারি পদ্ধতিতে ভাগ করা হয় কীভাবে?
১৭২. ক্লাসে শিক্ষক (1011.11), ও (1101.10), এর যোগফল নির্ণয় করতে বললেন। একজন শিক্ষার্থী (11011.11), লিখল। সে কত বেশি লিখল?
১৭৩. (110110), এর সমকক্ষ মান-
১৭৫. (A)+(10) + (7), এর মান হতে পারে-
১৭৬. বাইনারি সংখ্যা 110 ও 101 এর-
নিচের উদ্দীপকটি পড় এবং ১৭৭ ও ১৭৮নং প্রশ্নের উত্তর দাও: শিক্ষক ছাত্রকে রোল নং জিজ্ঞাসা করল। ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রোল নং 1101 বলল। ১৭৭. উদ্দীপকে উল্লিখিত সংখ্যার সাথে (1001), এর যোগফল কত?
১৭৮. উদ্দীপকের রোল নং এর সমকক্ষ সংখ্যা হলো-
নিচের উদ্দীপকটি পড় এবং ১৭৯ ও ১৮০নং প্রশ্নের উত্তর দাও: মি. আতিক কামালকে বলল, "তোমার বয়স কত?" কামাল বলল যে, তার বয়স (101101) | ১৭৯. কামালের বয়সের সমকক্ষ সংখ্যা হলো-
১৮০, দশ বছর পর কামালের বয়স বাইনারিতে কত হবে? দি, বো, ২০১৭)
১৮১. বাইনারি সংখ্যাকে পজিটিভ বা নেগেটিভ হিসেবে সহজে দেখানোর জন্য কোনটিকে সাইনের জন্য নির্ধারণ করে রাখা হয়?
১৮২. বাইনারি সংখ্যার MSB এর সাইনের জন্য নির্ধারিত চিহ্নটি কত হলে সংখ্যাটি পজিটিভ হবে?
১৮৩. বাইনারি সংখ্যার MSB এর সাইনের জন্য নির্ধারিত চিহ্ন। হলে, * সংখ্যাটি কোন ধরনের হয়?
১৮৪. চিহ্ন বিটসহ 250 কে বাইনারিতে প্রকাশ করতে গেলে কত বিট প্রয়োজন?
১৮৫. (২৫), এর ১ এর পরিপূরক মান কোনটি?
১৮৬, ২-এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? (কু. বো. ২০২৩]
১৮৭. দশমিক সংখ্যা 13 এর 2's Complement কত? সি. বেং ২০২৩)
১৮৮. ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার পারস্পরিক পরিবর্তনকে বলে-
১৮৯. 5 এর 2 এর পরিপূরক মান কত?
১৯০. 2's Complement এর নির্ণয়ের সূত্র নিম্নরূপ-
১৯১. 10101111 এর I's complement কোনটি?
১৯২। ৪ বিট রেজিস্টারে '৪' এর ২'র পরিপুরক হলো-
১৯৩. দশমিক সংখ্যা 12 এর 2's complement কত
১৯৪, দশমিক সংখ্যা-12 এর 2's complement কত? [NCTB বই প্রশ্ন-৪]
১৯৫. -13 এর 2 এর পরিপূরক মান কত?
১৯৬. ২'S Complement পদ্ধতিতে বিয়োগ করা হয়-
১৯৭. (00000101), এর 2 এর পরিপূরক কোনটি?
১৯৮. 1 এর পরিপূরকের ক্ষেত্রে (11101110); এর সমতুল্য দশমিক মান কত?
১৯৯. (42), সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো-
২০০, ২-এর পরিপূরক-এর সুবিধা হলো-
২১২. কত সালে সর্বপ্রথম বিসিডি কোড উদ্ভাবিত হয়েছিল?
২১৩. দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য কোন কোড ব্যবহৃত হয়?
২১৪. কে BCD কোড উদ্ভাবন করেন?
২১৫. (130) এর BCD কোড কত?
২১৬. (72) এর BCD কোড কোনটি?
২১৯. EBCDIC এর পূর্ণ নাম কী?
২২০. কত সালে সর্বপ্রথম ইবিসিডিআইসি কোড উদ্ভাবিত হয়েছিল?
২২১. কে ইবিসিডিআইসি কোড উদ্ভাবন করেন?
২২২. EBCDIC কোড কোন ধরনের কম্পিউটারে ব্যবহৃত হয়?
২২৩. শুধুমাত্র IBM ও IBM সমকক্ষ কম্পিউটারে ব্যবহৃত হয় কোন কোড?
২২৪. EBCDIC কত্ বিটের কোডিং?
২২৫. EBCDIC এ সব মিলিয়ে কতটি ভিন্ন ভিন্ন চিহ্ন প্রকাশ করা সম্ভব?
২২৬. কোন কোডিং-এর সাথে মিল রেখে EBCDIC:- কোড তৈরি কর হয়েছিল?
২২৭. আলফানিউমেরিক কোড কয়টি?
২২৮. কত সালে সর্বপ্রথম আলফানিউমেরিক কোড উদ্ভাবিত হয়েছিল?
২২৯. আলফানিউমেরিক কোড কে আবিষ্কার ফরেন?
২৩০. কম্পিউটারে ব্যবহৃত বর্ণ, অঙ্ক, গাণিতিক চিহ্ন ও বিশেষ চিহ্নের জন্য ব্যবহৃত কোডকে কী বলে?
২৩১. আলফানিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়--
২৩২. অ্যাসকিতে প্রতীক নির্দেশক কোড কয়টি?
২৩৩. ASCII কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয়?
২৩৪, ASCII এর পূর্ণ নাম কী?
২৩৫, ৪ বিটের ASCII কোডের সর্ববামে কোন বিট যুক্ত করা হয়েছে?
২৩৬, ASCII-৪ কোডে সংখ্যাসূচক বিট কতটি?
২৩৭. কত সালে সর্বপ্রথম অ্যাসকি কোড উদ্ভাবিত হয়েছিল?
২৩৮, ASCH-7 কোড কে উদ্ভাবন করেন?
২৩৯, ASCII-7 কোড কত সালে উদ্ভাবিত হয়?
২৪০. ASCII-৪ কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা
২৪১. প্যারিটি বিটযুক্ত ASCII কোড কত বিটের?
২৪২. বাইনারি ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে প্রেরণের জন্য কোন ধরনের বিট যোগ করা হয়?
২৪৩. প্যারিটি বিট কত প্রকার?
২৪৪. ASCII কোডে বড় হাতের অক্ষরের বিস্তৃতি কত?
২৪৫. ASCII কোড প্রাথমিকভাবে কোথায় ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল?
২৪৬. ASGH কোডে প্রথম কতটি কোড যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়?
২৪৭. কোনাট ৪ বিটের কোড? যি.বো. ২০১৯-
২৫০. পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা হয়েছে?
২৫১. বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত?
২৫২. ইউনিকোডের বিটের সংখ্যা কত? [রা, বো. ২০১৬, NCTB বই প্রশ্ন-১
২৫৩, কত সালে ইউনিকোড উদ্ভাবিত হয়েছিল?
২৫৪, ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
২৫৫. ইউনিকোড নিয়ে কাজ করে যাচ্ছে কে?
২৫৬. ইউনিকোডের উদ্দেশ্য কী?
২৫৭. Unicode এর পূর্ণনাম কী?
২৫৮. বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়? [সি. বো. ২০১৭।
২৫৯. ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায়?
২৬০. নিচের কোনটি 16 বিটের কোড? বা. বো. ২০১৯
২৬১. কত সালে ইউনিকোডের 13 সংস্করণ প্রকাশিত হয়?
২৬৩. সর্বশেষ ইউনিকোডের standard অনুযায়ী প্রত্যেকটি বর্ণের জন্য কোন সীমার মধ্যে একটি সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া আছে?
২৬৫. ওয়েব সাইটে ব্যবহারের জন্য ইউনিকোডের অলিখিত standard পদ্ধতি কোনটি?
২৬৭. ইউনিকোডের সুবিধা হলো-
১. কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কৃম্পিউটার অভ্যন্তরীণ কাজল করে?
২. কোন সংখ্যাটি সবচেয়ে বড়?
৩. 173 সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ?
৪. কোনটি (250), এর পূর্ববর্তী সংখ্যা?
৬. (10101.01)-এর সমকক্ষ অক্টাল সংখ্যা কোনটি?
৭. (175) সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করলে কত হয়?
4.8, C, অনুক্রমটির পরের মান কত? সম্মিলিত বোর্ড ২০১৮, NCTB বই প্রশ্ন-৩, জবি গ ইউনিট ২০২১]
৯. রবিনের বর্তমান বয়স (19)। কত বছর পর তার বয়স
১০. (1011.11); এবং (101.1); এর বিয়োগফল কত হবে?
১১. AB+BA-2 হেক্সাডেসিমাল যোগফল কত হবে?
১২. (1F) এর সাথে। যোগ করলে যোগফল কত হবে?
১৩. ২'s Complement ব্যবহার করে কীভাবে বিয়োগ করা হয়?
১৪. 54 এর 2 এর পরিপূরক কত? (জাকভাইনবিদ 'বি' ইউনিট ২০১৭-২০১৮।
১৫. (11011000),-এর 2 এর পরিপূরক কোনটি? চবি ও ইউনিট ২০১৭-২০১৮)
১৬. বাংলা বর্ণমালা কোন কোডের অন্তর্ভুক্ত?
১৭. ইউনিকোড ব্যবহার করে কতগুলো অক্ষর লেখা সম্ভব?
১৮. 10011011, বাইনারি সংখ্যাটিকে দশমিক সংখ্যায় রূপান্তর করলে কোনটি হবে?
১. যুক্তি অ্যালজেবরার উদ্ভাবক কে?
২. জর্জ বুল কত সালে বুলিয়ান অ্যালজেবরা উদ্ভাবন করেন?
৩. বুলিয়ান অ্যালজেবরায় প্রত্যেক চলকের কয়টি মান থাকে?
৪. বুলিয়ান অ্যালজেবরার ভিত্তি হলো-
৫. বুলিয়ান অ্যালজেবরার মৌলিক কাজ-
৬. ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটে +5 ভোল্ট নির্দেশ করে-
৭. Boolean Algebra এর নিচের কোনটি সঠিক?
৮. বাইনারি ডিজিট'।' দ্বারা কম্পিউটারের ইলেকট্রনিক সার্কিটে কত ভোল্টের সমতুল্য ধরা হয়?
২৭. ঘাট দিয়ে হিসাব করা হয়-
২৮. দশভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল-
২৯. বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধৃতি হলো-
৩০. যে সভ্যতার সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহৃত হতো-
৩১. নন-পজিশনাল সংখ্যা কোনটি?[রা. বো. ২০২৩]
৩২ কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অংশ ব্যবহার করা হয় তাকে কী বলে?[য. বো. ২০২৩]
৩৩. (-293), সংখ্যাটি রেজিস্টারে স্টোর করতে কমপক্ষে কত বিটের প্রয়োজন?
৩৪. সংখ্যা গণনা ও প্রকাশ করার পদ্ধতিকে কী বলে?
৩৫. সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক কোনটি?
৩৬. সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগ করা যায়?[ঘ. বো. ২০২৩]
১৫৫. (1011) 2 +(0101) 2 =?
১৫৬, বাইনারি নিয়মে গুণ করা মানে-
১৫৮. হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে A ওF এর যোগফল হবে-
১৫৯. (100); এবং (AA) t এর যোগফল কত?
১৬০. (3D) ও (AB) 16 এর যোগফল কত?
১৬১. 1 + 1 + 1 এর বাইনারি যোগফল কত?
১৬২, কম্পিউটার কোন পদ্ধতিতে বিয়োগের কাজ সম্পন্ন করে?
১৬৩. অক্টাল পদ্ধতিতে 70 থেকে 35 এর বিয়োগফল কোনটি?
১৬৪. 101.000 থেকে 110 এর বিয়োগফল কোনটি?
১৬৫, (1 + 1 + 1 + 1 + 1) 10 =( lambda 2 ?
১৬৬. (10000.111000) 2 -(101.01001) 2 = 2
১৬৭. L (11011) 2 -(1011) 2 =?
১৬৮. কোনটি 10 2 +10 8 +10 10 +10 16 এর ডেসিমাল মান নির্দেশক?
নিজের উদ্দীপকটি পড় এবং ১৪৪ ও ১৪৫ নং প্রশ্নের উত্তর দাও: শিক্ষক করিমকে জিজ্ঞেস করলেন, তোমার ক্লাস রোল কত?করিম উত্তর দিল 3D: ১৪৪. উদ্দীপকের সংখ্যাটির সমকক্ষ দশমিক সংখ্যা কত? কু. নো. ২০২৩০
১৪৫. উদ্দীপকে করিমের রোলের সাথে (৫), যোগ করলে সংখ্যাটি কত হবে? কুি. বো. ২০২৬)
নিচের উদ্দীপকটি পড় এবং ১৪৬ ও ১৪৭ নং প্রশ্নের উত্তর দাও। একজন ফল বিক্রেতা (৫৪), টাকার আপেল ও (৫০), টাকার কমলা বিক্রয় করে সর্বমোট (২০), টাকা লাভ করে। ১৪৬ দশমিক পদ্ধতি বিক্রেতার লাভের পরিমাণ কত?চ. বো, ২০২৩/
১৪৭. বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতিতে কত? . বো, ২০২৩/
নিচের উদ্দীপকটি পড় এবং ১৪৮ ও ১৪৯নং প্রশ্নের উত্তর দাও: কম্পিউটার শিক্ষক জনাব সফিক স্যার বোর্ডে (77), সংখ্যা লিখলেন। ১৪৮. উদ্দীপকে উল্লিখিত সংখ্যাটির দশমিক সংখ্যা হলো- বি.বো, ২০১৭।
১৪৯, উদ্দীপকের সংখ্যাটির পরবর্তী সংখ্যা কোনটি? বি. দো, ২০১৭)
নিচের উদ্দীপকটি পড় এবং ১৫০ ও ১৫১নং প্রশ্নের উত্তর দাও। 'Q' নির্বাচনী পরীক্ষায় ICT বিষয়ে (100), নম্বর পেয়েছে। ১৫০. উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির হেক্সাডেসিমাল সংখ্যা হলো-
১৫১. উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির আগের সংখ্যা কত? বি. বো, ২০১৯) বি. বো. ২০১৯
১৫২. (10101101)+(101.101),7
৫৩ , (1000.11100), (101.01001)-? [দি, বো. ২০২৩]
১৫৪, (100); এবং (14) এর যোগফল কত?(ম. যো, ২০২৩)
২০১. কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা ও বিশে চিহ্নকে আলাদাভাবে CPU কে বোঝানোর জন্য বিটের (০. ভিন্ন ভিন্ন বিন্যাসের সাহায্যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। অদ্বিতীয় সংকেতকে কী বলে?
২০২. কম্পিউটারের ডেটা ইনপুটের জন্য কোন পদ্ধতি ব্যবহার, কন হয়?
২০৩, কম্পিউটারের ডেটা প্রসেসিং শেষে আউটপুটের কোন পদ্ধি ব্যবহার করা হয়?
২০৪. সংখ্যা, অক্ষর, বিশেষ চিহ্ন ইত্যাদি নির্দেশ করার জন্য ব্যবহৃ হয় কোনটি?
২০৫. আমরা দৈনন্দিন হিসাব-নিকাশ সবসময় কোন সংখ্যা দিয়ে কনে থাকি?
২০৭. BCD কোডের মধ্যে কোনটি বেশি ব্যবহৃত ও জনপ্রিয়?
২০৮. BCD কোড কত বিটের? বি. বো. ২০১৬
২০৯. দশমিক ও কে বিসিডি কোডিং এ লেখা হয়-