পৌরনীতি (প্রথম পত্র) : বরিশাল বোর্ড – ২০১৫

Welcome to your পৌরনীতি (প্রথম পত্র) : বরিশাল বোর্ড - ২০২৫

১. রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কী?

২. কোন দেশের আইন প্রথা নির্ভর?

৩. বাংলাদেশের আইনসভার নাম কী?

৪. দেশপ্রেম হচ্ছে-

৫. 'ক' রাষ্ট্রে রাজার মৃত্যুর পর তাঁর ছেলে সিংহাসন আরোহণ করেছেন। রাষ্ট্রীয় আইনানুযায়ী তিা রাষ্ট্র পরিচালনা করবেন। 'ক' রাষ্ট্রে নিচের কো ধরনের সরকার ব্যবস্থা কার্যকর?

৬. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য কোনটি?

নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও: সাহানা, অর্পিতা ও মেরী তিন বান্ধবী। তারা একা এলাকায় বাস করে। তারা নিজেদের ধর্মীয় অনুষ্ঠানগুলে নির্বিঘ্নে ও আনন্দঘনভাবে পালন করে এবং এনে অপরের অনুষ্ঠানে নিমন্ত্রণ পায়। সমানভাবে অনুষ্ঠানগুলে উপভোগ করে ৭. উদ্দীপকে বর্ণিত বিষয়টি কোন ধারণাকে নির্দেশ করে?

৭. উদ্দীপকে বর্ণিত বিষয়টি কোন ধারণাকে নির্দেশ করে?

৮. উদ্দীপকের ধারণা সমাজে-

৯. কোন অধিকারের কথা বিবেচনা করে অনেকবা দেশে বেকার ভাতা প্রদান করা হয়?

১০. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবস্থা কে?

১১. নিরন্ত্রণহীন স্বাধীনতার অর্থ হলো-

১২. অধ্যাপক হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন?

১৩. 'পৌর' শব্দটি সংস্কৃত কোন শব্দ হতে এসেছে?

১৪. নাগরিকের প্রধান কর্তব্য কোনটি?

১৫. পৌরনীতিকে জ্ঞানের মূল্যবান শাখা বলেছেন কে?

১৬. বেগম রোকেয়া এদেশের নারী শিক্ষার অগ্রদূত। তাঁর ব্যক্তিত্ব, জ্ঞান, শিক্ষা এদেশের নারীদের উজ্জীবিত করে শিক্ষায়, কর্মে এগিয়ে নিয়েছে। উদ্দীপকে কোন। ধরনের নেতৃত্বের ইঙ্গিত করা হয়েছে।

নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও: 'ক' রাষ্ট্রে শাসন কাজ পরিচালনায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তির অবাধ ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করছে এতে সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের তথ্য 'জনগণ জানতে পারবে। ১৭. উদ্দীপকে 'ক' রাষ্ট্রে কোন ধরনের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে?

১৮. উদ্দীপকে বর্ণিত বিষয়টির মূল বৈশিষ্ট্য হলো-

১৯. জাতি রাষ্ট্রের জনক কে?

২০. সংসদীয় সরকারব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক?

২১. নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা কোন ধরনের অধিকার?

২২. 'Lag' শব্দের অর্থ কী?

২৩. "The Politics' গ্রন্থের লেখক কে?

২৪. জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার প্রচেষ্টার জন্য কোন বিষয়টি প্রয়োজন?

২৫. মূল্যবোধের নির্ধারক কোনটি?

নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তরদাও: আসলাম সাহেব সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত আছেন। দুষ্টের দমন ও শিষ্টের লালন তার বিভাগের কাজ। সম্প্রতি তিনি একজন নিরপরাধ ব্যস্ত্রিকে। মুক্তি দিয়ে ব্যাপক প্রশংসা পান। ২৬. আসলাম সাহেব সরকারের কোন বিভাগে কর্মরত?

২৭. আসলাম সাহেবের কর্মকান্ডের ফলে-

২৮. মৌলিক অধিকারের রক্ষক কোনটি?

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ 'বসুধা' এলাকার মানুষেরা পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতায় সামাজিক বন্ধন অটুট রেখেছে। এলাকার বড়রা ছোটদের স্নেহ করেন, ছোটরা বড়দের সম্মান করে। ঝগড়া বিবাদ তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে মিটিয়ে ফেলেন। ২৯. উদ্দীপকে কোন ধরনের মূল্যবোধ লক্ষণীয়?

৩০. বর্ণিত মূল্যবোধের অর্জন কোনটি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *