পৌরনীতি (প্রথম পত্র) : রাজশাহী বোর্ড – ২০২৫

Welcome to your পৌরনীতি (প্রথম পত্র) : রাজশাহী বোর্ড - ২০২৫

১. নৈতিক কর্তব্য কোনটি?

২. গণতন্ত্রে ছায়া সরকার কোনটি?

৩. 'যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না'- উক্তিটির দ্বারা প্রকাশ পায়-

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও; শফিক একটি সংগঠনের সাথে জড়িত যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন করতে চায়। অপরদিকে রফিকের সংগঠনটি তাদের স্বার্থ আদায়ের লক্ষ্যে সরকারকে প্রভাবিত করে। ৪. শফিকের সংগঠন কোনটি?

৫. রফিকের সংগঠনটির বৈশিষ্ট্য হচ্ছে-

৬. এরিস্টটল কয়টি নীতির ভিত্তিতে সরকারের শ্রেণিবিভাগ করেছেন?

৭. ১৯৪৮ সালের কোন তারিখ হতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়?

৮. জাতীয়তাবাদী চেতনার ফসল কী?

নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও: কুড়িগ্রামের রহিম দীর্ঘদিন ধরে সৌদীপ্রবাসী। জীবিকার তাগিদে প্রবাসী হলেও দেশের ভালো-মন্দে সে ব্যথিত হয় ও দেশের জন্য তাঁর মন কাঁদে। ৯. রহিমের মানসিক অবস্থা কোন বিষয়টিকে নির্দেশ করে?

১০. রহিমের মানসিক অবস্থা যে বিষয়টিকে উৎসাহিত করে-

১১. নাগরিকদের সুনাগরিকে পরিণত করে-

১২. রাজনৈতিক চেতনা থেকে কীসের জন্ম হয়?

১৩. 'Civitas' শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?

১৪. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের করণীয়-

১৫. রাজনৈতিক জবাবদিহিতার শর্ত হচ্ছে-

১৬. কোনো বিষয়কে যথাসময়ে যথাযথভাবে বোঝার ক্ষমতাকে কোন মূল্যবোধ বলে?

নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও: সমাজে সকলের শ্রদ্ধার পাত্র সাইফুল ইসলাম রাষ্ট্রীয় সকল বিধি-বিধান মেনে চলেন। তিনি অন্যায় করেন-না এবং অন্যায়কে প্রশ্রয়ও দেন না। ১৭. সাইফুল ইসলামের মূল্যবোধটি কোন ধরনের?

১৮. উক্ত মূল্যবোধের বৈশিষ্ট্য হলো-

১৯. সভ্য ও সুন্দর জীবন যাপনের জন্য কোন অধিকার যথার্থ?

২০. ভোট অধিকার হলে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া কী?

২১. "যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই আইন" কে বলেছেন?

২২. বেকারত্ব দূর করা সম্ভব কোন অধিকারের মাধ্যমে?

২৩. 'Demos' শব্দটি অর্থ কী?

২৪. গণতান্ত্রিক রাষ্ট্রে সার্বভৌম ক্ষমতা কার হতে থাকে?

নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও: 'ক' এমন একটি দেশ যেখানে একাধিক রাজনৈতিক দল রয়েছে ও জনপ্রতিনিধিরা সরকার পরিচালনা করে। ২৫. 'ক' দেশে কোন সরকার ব্যবস্থা বিদ্যমান?

২৬. উক্ত সরকার ব্যবস্থা সম্পর্কিত তথ্য হলো-

২৭. বিচার বিভাগীয় স্বাধীনতার মূল কথা কী?

নিচের ছকটি দেখে ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও: সংবিধানের রক্ষাকর্তা …… প্রশাসনিক কাঠামো…..আইনের ব্যাখ্যাকারী ২৮. 'ছক'টিতে সরকারের কোন প্রশাসনিক কাঠামোর চিত্র প্রকাশ পেয়েছে?

২৯. উক্ত প্রশাসনিক কাঠামোর গুরুত্ব অপরিসীম। কারণ-

৩০. রাফি ভোট দিতে গিয়ে দেখে তার ভোট অন্য কেউ দিয়েছে। রাফি কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *