তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( ষষ্ঠ অধ্যায়) : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

Welcome to your আইসিটি (ষষ্ঠ অধ্যায়) : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

১. ব্যক্তির নাম কোন ধরনের ডেটা?[বা, বো-১৬. দি. বো-১৬

২. ডেটা টেবিলে Numeric ফিল্ড কী ধরনের?

৩. ডেটাবেজের ভিত্তি কোনটি? (সি. যো, ও ঘ. বো. ১৯, ৮. বো, ২০১৬]

৪. এক বা একাধিক রেকর্ড নিয়ে কি গঠিত হয়?(ঢা. বো, ২০১৭)

৫. একই ধরনের ডেটা থাকে কোনটিতে?

৬. কোনো ডেটাবেজ রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে কি বলে?বি হয়না ১৭-১৮)

৭. বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?

৮. ডেটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কী বলা হয়?

৯. নিচের কোনটি ডেটাবেজ প্রোগ্রাম?

১০. ডেটাবেজ-এর প্রাণ হলো- (মা. বো. ২০১৭

১১. প্রাইমারি ফিল্ডের ডেটাগুলো কেমন হওয়া অত্যাবশ্যক?

১২. একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ডেটাবেজে অ্যাট্রিবিউটন এক্ষেত্রে হলো রোল, নাম, বিভাগ, ঠিকানা প্রাইমারি কী কোনটি?

১৩ . নিম্নের কোনটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার? রা. বো, ২০১৭

১৪. নিচের কোনটি DBMS এর উদাহরণ?

১৬ নিচের কোনটি ডেটাবেজ সফটওয়্যার?(দি: বো, ২০১১৯

১৭, কোনটি সর্বাধিক ব্যবহৃত অবাণিজ্যিক RDBMS সফটওয়্যার?

১৮. নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ? [৪১তম বিসিএস)

নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ নং প্রশ্নের উত্তর দাও: ইসমাইল সাহেব তার প্রতিষ্ঠানের হিসাব খাতায় লিখে রাখেন এতে তার অনেক সমস্যা হয়। সঠিক সময়ে উপযুক্ত তথ্য ন পাওয়ায় ব্যবসায় ক্ষতি হয়। ১৯. উদ্দীপকে উল্লিখিত কাজ সহজে করতে কোন সফটওয়্যার দরকারা।ঢা, বো, ২০১৭।

২০. ডেটাবেজে কোনগুলো একই অর্থে ব্যবহার করা হয়? (মা, বো. ২০১৬।

২১. ভিবিএমএস ব্যবহার করলে সুবিধা পাওয়া যায়- (ঢা. বো, ২০১৭)

২২. সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেজ ব্যবহারেররি, বো. ২০১৯)

২৩. DBMS-এর কাজ হলো-

২৪. RDBMS-এর বৈশিষ্ট্য হচ্ছে-

২৫. DBMS এর কাজ হচ্ছে-[কু, বো, ২০১৬]

২৬. ডেটাবেজ সফ্টওয়্যারের সাহায্যে তৈরি করা যায়- (চা, বো, ২০১৬।

২৭. ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS)-এর প্রধান কাজ হচ্ছে-

২৮. ডেটাবেজ প্রোগ্রাম ব্যবহার করে-

২৯. কোনো ডেটাবেজের আওতায় থাকতে পারে-

২৯. কোনো ডেটাবেজের আওতায় থাকতে পারে-

উদ্দীপকটি পড় এবং ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও: একটি সরকারি প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণে আগ্রহী তাই প্রতিষ্ঠানটি একটি সফটওয়্যার ফার্মের সাথে চুক্তি করে এবছ সে অনুযায়ী ফার্মটি প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিতে সুবিধা প্রদান করে। এতে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য বিশ্লেষণ পূর্বের চেয়ে দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে। ৩০. উদ্দীপকের প্রতিষ্ঠানটির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে?রা. বো. ২০১৬

৩১. উদ্দীপকের প্রতিষ্ঠানটির বর্তমান সিদ্ধান্তের ফলে কি ঘটতে পারে?

নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও: জহির সাহেব তার প্রতিষ্ঠানের প্রতিদিনের হিসাব-নিকাশ খাতা- কলমের মাধ্যমে সম্পন্ন করে। এতে করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা হয়। তাই তিনি ডেটাবেজ ব্যবহার করার সিদ্ধান্ত নেন। ৩২. উদ্দীপকে উল্লিখিত কাজ কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করতে হলে জহির সাহেবকে কোন সফ্টওয়্যারটি ব্যবহার করতে হবে?

৩৩. জহির সাহেব ডেটাবেজ সফটওয়‍্যারটি ব্যবহার করলে যেসব সুবিধা পাবেন-

৩৪. কোনটি ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ? (গুবি (ক)-২১, ঢা-১৬/

৩৫. টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? চি. বো. ২০১৭

৩৬. কোন ধরনের ডেটা টাইপের পেজের লিংক করা যায়? মাধ্যমে ডেটাবেজ হতে ওয়েব

৩৭. কোন ফিল্ডটি প্রাইমারি কী হতে পারে?।ঘ. বো-২০১৬, ঢা. বো.-২০১৭)

৩৮. 'Name' কোন ধরনের ডেটা?

৩৯ . শ্রমিকের বেতনের ডেটা টাইপ কী? [রা, নো. ২০১৬। [মা. বো. ২০১৮)

৪০. ডেটাবেজে Yes/No ডেটার সাইজ কত বাইট?

৪১. ডেটা টেবিলের মধ্যে ব্যক্তির 'নাম' কোন ধরনের

৪২. Date of Admission ফিল্ডের জন্য মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন? [৮. বো. ২০১৯

৪৩. ডেটা টেবিলে ইমেজ সংযোজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করতে হয়? [রা. বো. ২০১৯)

৪৪. একজন শিক্ষার্থীর বায়োডাটাকে Photograph কোন ধরনের ডেটা। টাইপ?

৪৫. নিচের কোন ফিল্ডের উপর ইনডেক্স করা হয় না?

৪৬. ফ্রন্ট এন্ড হচ্ছে- (ঘ. বো. ২০১৯)

৪৭. ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি? দি, বো, ২০১৭)

৪৮. Microsoft Access ডেটাবেজ উইন্ডোর ট্যাব হলো-সি , বো, ২০১৭।

৪৯. ডেটাবেজে Field Property-এর বিভিন্ন অংশ হলো-

৫o, Auto Number টাইপের ডেটা দ্বারা-

নিচের উদ্দীপকটি পড় এবং ৫১ ও ৫২ নং প্রশ্নের উত্তর দাও: Roll 701 702 ৫১. উদ্দীপকের "A" কে কী বলে?

৫২. টেবিলের শেষ ফিল্ডের ডেটা টাইপ কোন ধরনের?

নিচের উদ্দীপকটি পড় এবং ৫৩ ও ৫৪ নং প্রশ্নের উত্তর দাও। একটি ডেটাবেজে দুইশত ছাত্রের তথ্য সংরক্ষিত আছে। প্রতিটি ছাত্রের নাম, রোল নম্বর, জন্ম তারিখ ও জিপিএ সংবলিত ৪টি করে ফিল্ড আছে। ৫৩. উল্লিখিত ডেটাবেজে রেকর্ডের সংখ্যা কয়টি?

৫৪. রোল নম্বর ফিন্ডটি হতে পারে-

নিচের উদ্দীপকের আলোকে ৫৫ ও ৫৬ প্রশ্নের উত্তর দাও: রনি তার দোকানের দৈনিক হিসাব লিখেন। এতে তার অনেক সময় ও ব্যবসায় ক্ষতি হয়। সমস্যা সমাধানের জন্য বিশেষজ্ঞের পরামর্শে DBMS ব্যবহারের সিদ্ধান্ত নেন। ৫৫. উদ্দীপকে উল্লিখিত কাজ কোনটির সাহায্যে সহজে করা যায়?াৎ, বো. ২০১৬

৫৬. বেতন ২০,০০০ টাকার অধিক বুঝাতে কোনটি ব্যবহার করতে হবে?

৫৭. শর্তসাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কি বলে?

৫৮. ডেটাবেজের কুয়েরিকৃত ডেটাকে সামারি আকারে উপস্থাপন করা বি. বো, ২০১৬)

৫৯. ডেটাবেজ থেকে কোনো তথ্য খোঁজার জন্য কোনটি ব্যবহৃত হয়? মো. বো-১৬

৬০. কুয়েরি বলতে কী বুঝ?

৬১. ডেটাবেজ থেকে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে তথ্য খোঁজ করার জন্য কী ব্যবহার করতে হয়?।

৬২.নিচের কোনটি Action Query? [সি. বো. ২০১৯

৬৩. SQL এর পূর্ণরূপ- বি. বো, ২০১৭

৬৪. ডেটাবেজের রেকর্ড বাদ দেয়ার অপশন কোনটি? [দি, যো. ২০১৭.

৬৫. নির্দিষ্ট ডেটা খুঁজতে কোনটি ব্যবহৃত হয়?

৬৬. ডেটাবেজে SQL টেবিলে নতুন রেকর্ড সংযোজনে কোন স্টেটমেন্ট ব্যবহার করা যায়?ঢিল. বো, ২০১৯

৬৭. Insert Update কমান্ড SQL এর কোন সুবিধার অন্তর্ভুক্ত?

৬৮. DML কমান্ড কোনটি? কুি. যো. ২০১৯

৬৯. টেবিল থেকে শর্ত সাপেক্ষে ফিল্ডগুলো খুঁজে নেয়ার জন্য কোন ধরনের কুয়েরি ব্যবহৃত হয়?

৭০. DDL কমান্ড কোনটি?

৭১. নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?

৭২. কোন কমান্ডটি টেবিল থেকে সব ডেটা নেয়ার জন্য ব্যবহৃত হয়?গুবি (খ)-২১)

৭৩. "UPDATE" কোন কুয়েরির অন্তর্ভুক্ত? রা, বো, ২০১৭।

৭৪. SQL এর সাহায্যে করা যায়- কু, বো ২০১৯]

৭৫. কুয়েরি ভাষার উদাহরণ হচ্ছে- ডি. বো, ২০১৭।

৭৬. কুয়েরি ব্যবহার করে করা যায়- বি. বো. ২০১৭]

৭৭. উদ্দীপকের টেবিল হতে যাদের GPA SQL কমান্ড "SELECT NAME পরের অংশ কোনটি? 5.00, তাদের নাম দেখতে FROM Student" এর

নিচের উদ্দীপকটি পড় এবং ৭৮ ও ৭৯ নং প্রশ্নের উত্তর দাও: Roll Student Name GPA 01 A 5.00 02 4.50 03 5.00 ৭৮. কুয়েরি হলো-

৭৯. উদ্দীপকের টেবিল হতে যাদের GPA-5.00 তাদের নাম দেখতেSQL কমান্ড "SELECT NAME FROM এর পরের অংশ কোনটি?

একটি কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য ডেটাবেজের মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি বাস্তবায়নের পর ফলাফলের ভিত্তিতে দুর্বল শিক্ষার্থীদের তালিকা আলাদাভাবে প্রদর্শনের ব্যবস্থা নিলেন। ৮০. তালিকা প্রদর্শনের পদ্ধতি কোনটি?

৮১. অধ্যক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে-

৮২. ৩য় টেবিল থাকে কোন রিলেশনে?

নিচের টেবিল দুটি দেখ এবং ৯৬ ও ৯৭নং প্রশ্নের উত্তর দাও: রোল নাম জন্ম তারিখ 1 A 11 যে,99 2 B 13 জুন, 99 3 C 23 জুন, 99 রোল নাম জিপিএ 1 A ৫.০০ 2 B 4.75 3 C 4.89 টেবিল-২ ৯৬. টেবিল দুটির মধ্যে কি ধরনের রিলেশন বিদ্যমান? (ব. বো, ২০১৬।

৯৭. ১ম টেবিলটির শেষ ফিল্ডের ডেটা টাইপ কোনটি? বি. বো, ২০১৬।

নিচের উদ্দীপক অনুসারে ৯৮ ও ৯৯ নং প্রশ্নের উত্তর দাও: Roll Name Dist Hell Sec GPA Zafar Dhaka ப A 5.00 2 AB Cumilla 2 A 3.50 3 Kamal Rangpur 3 B 4.00 Bijoy Chittagong 4 C 5,00 টেবিল-A টেবিল- B ৯৮. টেবিল দুটির মধ্যে রিলেশন কোন ধরনের?

৯৯. Table-A এর Dist ফিল্ডের উপর AZ সর্টিং করলে Roll ফিল্ডের মানের ক্রম হবে- বি.বো. ২০১৭।

উদ্দীপকটি পড় এবং ১০০ ও ১০১নং প্রশ্নের উত্তর দাও: ৪০ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রীর তথ্য রয়েছে। প্রত্যেক রেকর্ডে একটি ডেটাবেজে রোল, নাম, জন্ম তারিখ এবং GPA নামক চারটি ফিল্ড আছে। ১০০. উদ্দীপকে কতটি রেকর্ড-এর উল্লেখ রয়েছে?

১০১. প্রাইমারি কী হিসেবে ব্যবহৃত হতে পারে-

নিচের উদ্দীপকটি পড় এবং ১০২ ও ১০৩নং প্রশ্নের উত্তর দাও: কোন একটি কলেজের তিন হাজার ছাত্রের জন্য তৈরিকৃত ডেটাবেজে পরীক্ষা সম্পর্কিত তথ্যের জন্য exam এবং ব্যক্তিগত তথ্যের জন্য personal নামক ডেটা ফাইল তৈরি করা হয়েছে। ১০২, উভয় ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য কোন ফিল্ডটি অত্যাবশ্যক?[হ. বো, ২০১৭)

১০৩. Roll ফিল্ডের ডেটা টাইপ হতে পারে-

নিচের টেবিল দুটি দেখ এবং ১০৪ ও ১০৫নং প্রশ্নের উত্তর দাও: Date of Birth Roll Name নোবল-১ Script No Roll Subject ১০৪. উদ্দীপকের ১নং টেবিলের ১নং ফিল্ডের বৈশিষ্ট্য হতে পারে-ডা. বো, ২০১৬

১০৫. উদ্দীপকের টেবিলদ্বয়ের রিলেশনশিপের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? ডা. বো. ২০১৬

নিচের উদ্দীপকের আলোকে ১০৬ ও ১০৭ নং প্রশ্নের উত্তর দাও: B-ID NAME ADDRESS 1001 BIR SYLHET 1002 RAJ DHAKA 1003 RICHI SYLHET 1004 ARUUN SUNAMGONJ MOBILE NO SALARY (Tk.) 01712673 20,000 0152390 30,000 0182341 35,000 0192311 40,000 ১০৬, উদ্দীপকে যাদের বেতন 30,000 টাকা-এর উপরে তাদের দ্রুত খুঁজে বের করা যায় কোন পদ্ধতিতে? কু. বো, ২০১৭

১০৭. উদ্দীপক টেবিলের ফিল্ড রিলেশনে ভূমিকা রাখতে পারে-এক্স, বো, ২০১৭)

১০৮, কোন সম্পর্কটি সঠিক? সি. বো. ২০১৬

১০৯, Name এর ভিত্তিতে A-Z সর্টেড টেবিলের রেকর্ডগুলোকে Name এর ভিত্তিতে Z-A ইনডেক্সিং করার পর মূল টেবিলে কতগুলো নতুন রেকর্ড এন্ট্রি করলে মূল টেবিলে কীরূপ পরিবর্তন হবে?

১১০. ডেটাবেজে কোনো রেকর্ড সংযোজন ও সংশোধন করলে কী হয়? মা. বো. ২০১৬)

১১১. কোন কারণে সর্ট-এর তেমন ব্যবহার নেই?

১১২. ডেটাবেজ সাজানোর প্রক্রিয়া হলো-

১১৩. সর্টিং এর জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হতে পারে-

১১৪. সর্টিং হচ্ছে-

১১৫. ইন্ডেক্স করা যায়-

১১৬. যদি ডেটাবেজে প্রচুর তথ্য সংরক্ষিত থাকে, তবে[রা, বো, ২০১৬/

১১৭. নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়? (সি. বো. ২০১৭/

১১৮. মূল ডেটাকে অন্য ফরমেটে পরিবর্তনের পদ্ধতি কোনটি?

১১৯. ডেটা ইনক্রিপশন ও ডিক্রিপশনের নিয়ম কোনটিনেজ,বি. (ব)১৭-১৮/

১২০, এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযোগ্য-

১২১. ডাটাবেজে SQL টেবিলে নতুন রেকর্ড সংযোজনে কোন স্টেটমেন্ট ব্যবহার করা যায়?

১২২. ডাটার গোপনীয়তা রক্ষায় গৃহীত ব্যবস্থা কোনটি? দিবি ঘ ইউনিট। ২০২৪)

৮৩. কোন ফিল্ডটি প্রাইমারি কী হতে পারে? সি. রো. ২০১৭

৮৪. নিচের কোনটি ফরেন কী? যখন একটি টেবিলের অ্যাট্রিবিউট Roll, Academic Year এবং অপর একটি টেবিলের অ্যাট্রিবিউট Roll, Marks, Grade

৮৫. ডেটাবেজ থেকে ডেটা খুঁজে বের করতে ব্যবহৃত হয়?গুবি (খ)-২১০

৮৬. কোন ধরনের ডেটাবেজ রিলেশনে জাংশন টেবিল ব্যবহৃত হয়? , বো-২০১

৮৭. নিচের কোনটি Open Source DBMS?

৮৮. রিলেশনাল ডেটাবেজ ডেটাকে কোন উপায়ে সংরক্ষণ করা হয়?

৮৯. কোন টেবিলের Roll ফিল্ডকে প্রাইমারি key বলা হয়কেন?।২-১৭

৯০. রিলেশন ডেটা মডেলের প্রবর্তক কে? (ঘ. বো. ২০১৭)

৯১. Foreign Key এর সাথে Primary Key এর রিলেশন কীরূপ?

৯২. একটি রেকর্ডের সাথে অনেকগুলো রেকর্ড সম্পর্কযুক্ত হয়[দি, বো, ২০১৭| INCTB বই প্রশ্ন-৬

৯৩. প্রাইমারি কী হিসেবে ব্যবহৃত হতে পারে-

নিচের উদ্দীপকের আলোকে ৯৪-৯৫ নং প্রশ্নের উত্তর দাও: ক. বো. ২০১৬। রোল নং নাম রেজি: নং ফলাফল ১০০০০১ জাহিদ ৬৩২৫৫০ A+ ১০০০০২ নেহাল ৬৩২৫৫১ A ১০০০০৩ লাবনী ৬৩২৫৫২ B ১০০০০৪ সাত্তার ৬৩২৫৫৩ A ৯৪. উদ্দীপকের যে ফিল্ডগুলো প্রাইমারি কী হতে পারে- (দি বো, ২০১৬।

৯৫. যে রোল নম্বরগুলো A পেয়েছে, তাদের দ্রুত খুঁজে বের করা যায় কোন পদ্ধতিতে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *