ইতিহাস (প্রথম পত্র) : পরীক্ষা – ২০১৮

Welcome to your ইতিহাস (প্রথম পত্র) : পরীক্ষা - ২০১৮

১. ইংরেজরা কত সালে ভারতে আসে?

২. পলাশীর যুদ্ধে নবাবের পরাজয়ের প্রধান কারণ-

৩. নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

৪. বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও: অপুত্রক গণি মিয়া ছোট বোনের হেলে ভরসাকে খুব ভালোবাসতেন। এক পর্যায়ে তিনি তার ভালো জমিগুলো ভরসার নামে লিখে দেন। ফলে গণি মিয়ার অন্য স্বজনরা তার প্রতি অসুন্তষ্ট হন। ৫. উদ্দীপকের গণি মিয়ার সাথে নিচের কোন নবারের মিল আছে?

৬. উদ্দীপকের ভরসা বলতে যাকে বুঝানো হয়েছে-

৭. পলাশীর যুদ্ধে নধাবের পক্ষে প্রাণপণ যুদ্ধ করেন-

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও: তোমার পাঠ্যবইয়ের একজন শাসক দুঃখ করে বলেন, 'আমি আমার সর্বস্থ দিয়েছিলাম কিন্তু বিনিময়ে তোমরা দিলে লাঞ্ছনা, অপমান আর অভিশংসনের জীবন"। ৮. উদ্দীপকের উক্তিটি নিচের কোন ব্রিটিশ শাসকের?

৯ . উক্ত শাসক যে কারণে অভিশংসনের শিকার হন-

১০. ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিষ্টাব্দে হয়?

১১. বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করেছিলেন কে?

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও: বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি বিদেশি কোম্পানির কর্মচারীদের দুপুরের খাবারে শৃগালের মাংস সরবরাহ করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। এই সংবাদে দেশীয় কর্মচারীরা ক্ষিপ্ত হয় এবং বিদ্রোহ করে। ১২. উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যবইয়ের কোন বিদ্রোহের মিল আছে?

১৩. উক্ত বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?

১৪. ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

১৫. মুসলিম লীগের উদ্দেশ্য হলো-

১৬ . ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?

১৭. ভারতে ব্রিটিশ শাসকদের মধ্যে উদারপন্থি ছিলেন-

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও : ভোর বেলায় ফুল হাতে খালি পায়ে দাদু নাতিকে নিয়ে স্কুল মাঠে যাবে। ১৮. উদ্দীপকটি নিচের কোন দিবসের কথা ধারণ করিয়ে দেয়?

১৯ . উত্ত দিবসটি নিচের কোন সালের সাথে সম্পর্কিত?

২০. পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়-

২১. ১৯৫২ সালে ভাষা আন্দোলনে নারীরা সাহায্য করেছেন-

২২. জেলের তালা ভাঙব শেখ মুজিবকে আনব-এ শ্লোগানটি-

২৩. ছয় দফা দাবি কোথায় উত্থাপিত হয়?

নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: গণতন্ত্রের পথিকৃত আরাহাম লিংকনের ভাষণ 'The govemment of the People বিশ্বের কালজয়ী ভাষণগুলোর মধ্যে অন্যতম। ২৪. উদ্দীপকের ভাষণের সাথে কোন তারিখের ভাষণের মিল আছে?

২৫. মুক্তিযুদ্ধে 'বীর উত্তম' খেতাবপ্রাপ্ত একমাত্র বেসামরিক ব্যক্তিটি কে?

২৬. ক্যাপ্টেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন-

২৭. মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত-

২৮. মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতির নাম কী?

২৯, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়া দেশ হলো-

৩০ . পাকিস্তান সেনাবাহিনী কত তারিখে আত্মসমর্পণ করে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *