Welcome to your পৌরনীতি (দ্বিতীয় পত্র) : ঢাকা বোর্ড - ২০২৫
১. বাংলাদেশের সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার উৎস কে?
২. ভারতীয় কাউন্সিল আইন, ১৮৯২ এর উদ্দেশ্য ছিল-
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাওঃ বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগে যে অনুচ্ছেদগুলো সংযোজন করা হয়েছে সেটি কোনোভাবেই লংঘনীয় নয় নাগরিকের ব্যক্তিত্ব বিকাশে এই অনুচ্ছেদগুলো খুবই পুরুত্বপূর্ণ। ৩. উদ্দীপকে নিচের কোন অনুচ্ছেদগুলো ইঙ্গিত করা হয়েছে?
৪. ইঙ্গিতকৃত অনুচ্ছেদগুলোতে কোন বিষয় লিপিবদ্ধ রয়েছে?
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও: আতি হিসেবে আত্মপ্রত্যয়ী হয়ে গড়ে উঠার জন্য সর্বপ্রথমা প্রয়োজন আত্মশুদ্ধি। এই উপলব্ধি থেকেই মুসলিমদের অধিকার সচেতন করে গড়ে তোলার জন্য ফরিদপুরের কৃতিন সন্তান একটি সংস্কার আন্দোলন গড়ে তোলেন। ৫. উদ্দীপকের নিচের কোন আন্দোলনকে ইঙ্গিত করা হয়েছে?
৬. ঐ আন্দোলনের উদ্দেশ্য ছিল-
৭. কত সালে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন' গঠিত হয়?
৮. কার নেতৃত্বে ভাষা আন্দোলনভিত্তিক সংগঠন 'তমদ্দুন মজলিস' গঠিত হয়?
৯. প্রতি বছর কোন তারিখে "বিশ্ব প্রতিবন্ধী দিবস" পালিত হয়?
১০. ১৯৭০ সালের নির্বাচনে কয়টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে?
নিচের উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও: জনাব করিম একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে কর্মরত আছেন। যার প্রধান কাল জাতীয় অর্থের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করা। ১১. জনাব করিমের পদের নাম কী?
১২. জনাব করিমকে কে নিয়োগ প্রদান করেন?
১৩. কখন 'বাংলাদেশ গণপরিষদ আদেশ' জারি হয়?
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও: মি. 'X' বিশতম গ্রেডে একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত। প্রতিবেশী ও বন্ধুগণ লক্ষ করলেন যে তিনি হঠাৎ করে একটি বিলাসবহুল বাড়ির মালিক হয়েছেন যা আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ। ১৪. মি. 'x' এর কর্মকান্ডের সাথে যে নাগরিক সমস্যা সামঞ্জস্যপূর্ণ তা সমাজে কী প্রভাব ফেলে?
১৫. মি. 'x' এর কর্মকান্ড নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কোন ধরনের ভূমিকা পালন করা উচিত-
১৬. দ্বৈতশাসন প্রবর্তন করেন কে?
১৭. বস্তাভঙ্গের সময় পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর কে ছিলেন?
নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও: আঠারো শতকে ভিনদেশী একটি বেনিয়া গোষ্ঠীর সাথে এদেশীয় বিশ্বাসঘাতক ব্যক্তিদের ষড়যন্ত্রের কারণে একজন দেশপ্রেমিক নবাবের পরাজয় ঘটে। এর মাধ্যমে এ অঞ্চলের পরাধীনতার যাত্রা শুরু হয়। ১৮. ইঙ্গিতকৃত বেনিয়া গোষ্ঠী কোনটি?
১৯. ঐ বেনিয়া গোষ্ঠী কত সালে রাজস্ব আদায়ের আইনসঙ্গত অধিকার লাভ করে?
২০. লাহোর প্রস্তাবে ভারতের কোন কোন অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়?
২১ . ব্রিটিশদের 'ভাগ কর ও শাসন কর' নীতির উদ্দেশ্য ছিল-
২২.. ১৯১৯ সালের আইনের বৈশিষ্ট্য হলো-
২৩. বঙ্গভকোর প্রধান কারণ-
২৪. শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর 'ঋণ সালিশী বোর্ড' গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও: ভারতবর্ষের প্রথম নির্বাচনের পর প্রদেশগুলোর মন্ত্রিসভায় মুসলিম প্রতিনিধিত্বের প্রশ্নে তৎকালীন প্রধান দুটি দলের মধ্যে তিন্দ্রতার সৃষ্টি হয়। এ তিজ্ঞতা থেকে একটি নতুন তত্ত্বের সৃষ্টি হয়। ২৫. উদ্দীপকে কত সালের নির্বাচনের প্রতি ইজিজ্জাত করা
২৬. উদ্দীপকে নিচের কোন তত্ত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
২৭. যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
২৮. "আমি সব সময় অখণ্ড বাংলার পক্ষপাতী"- উক্তিটি কার?
২৯. লাহোর প্রস্তাবের মধ্যে নিহিত ছিল-
৩০. ১৯৩৫ সালে ভারত শাসন আইনে নতুন কয়টি প্রদেশ সৃষ্টি করা হয়?